আমাদের কথা খুঁজে নিন

   

শালার ! ব্লগ ভরিয়া গেল 'পাছা' আর 'ভাছা'তে (আরাশির ক্ষ্যাপা পোস্ট )--৫

বন্ধ জানালা, খোলা কপাট !
শালার ! ব্লগ ভরিয়া গেল,'ভাছা' আর 'পাছা'তে (আরাশির ক্ষ্যাপা পোষ্ট)- ১ শালার ! ব্লগ ভরিয়া গেল 'ভাছা' আর 'পাছা'তে (আরাশির ক্ষ্যাপা পোষ্ট)- ২ শালার ! ব্লগ ভরিয়া গেল 'পাছা' আর 'ভাছা'তে (আরাশির ক্ষ্যাপা পোষ্ট)-৩ শালার ! ব্লগ ভরিয়া গেল 'পাছা' আর 'ভাছা'তে (আরাশির ক্ষ্যাপা পোষ্ট)- ৪ (পাছা = পাকী ছাগল ভাছা = ভারতীয় ছাগল ) "চশমা কেবল মনুষ্যকূল-ই পড়িবে "--এই মর্মে পৃথিবীর কোত্থাও কোন সংবিধানে সুনির্দিষ্ট কোন নীতিমালা না থাকাহেতু ছাগকূলও ইদানীং চশমা পড়িতে শুরু করিয়াছে । ছাগকূল চশমা পড়িতেই পারে ! ছাগপ্রজাতীর হইয়া এই ধরাধমে জনম লইয়াছে বলিয়া তাহাদের কোন শখ-আল্লাদ থাকিবার নয়, এই কথা বিলক্ষণ বলা যায় না । তদোপরী, কাঁঠাল পাতাতেও আজকাল কৃত্রিমতার ছোঁয়া । ছাগকূলের চোখের জ্যোতি ধরিয়া রাখিবার মতন, যথেষ্ট উপাদান আজকাল আর কাঁঠাল পাতায় অবিদ্যমান বলিয়াই প্রতিয়মান হয় । ছাগকূল চশমা পড়িতে শুরু করিয়াছে--এই সংবাদ যতোখানি না আমোদজনক তারচে' বেশী রস উদ্রেককারী সংবাদ এই যে, চশমাপড়া ছাগকূল চারপায়ে লাফাইয়া লাফাইয়া কম্পিউটার অব্দি পৌঁছাইয়া গিয়াছে ! কি-বোর্ড চালায়তে শিখিয়াছে..আর কি-বোর্ড চালাইয়া ব্লগিং-এর নামে দানাদানা দুর্গন্ধযুক্ত লাদি ছড়াইয়া ব্লগীয় পরিবেশ দূষণে বিশেষ ভূমিকায় ব্রত হইয়াছে ।

অতিব দুঃখজনক হইলেও সত্যি যে, লাদি ছড়ানোর এই দুর্গন্ধসম কাজে সামহ্যোয়ার ইন নামের আমাদের এই প্রিয় ব্লগ সাইটটিকেই ছাগপ্রজাতি বাছিয়া লইয়াছে ! চশমাপড়া ছাগুসম্রাট এই ব্লগে আদিকাল ধরিয়াই বিচরণ করিতেছিল ! তাহার প্রভাবে চশমা পড়া নতুন ছাগুর্ভাব (ছাগু+আবির্ভাব) হইয়াছে । এবং দূরাশার কথা, চশমা পড়া এই নব্য ছাগছানাটি শীঘ্রই তাহাদের আদি ছাগুসম্রাটকে ছাড়াইয়া যায়বে আর নিজেই ছাগুসম্রাট খ্যাতিতে ভূষিত (পড়ুন, দূষীত ) হইবে বলিয়া ধারণা করা যায় । প্রিয় ভ্রাত এবং ভগ্নীকূল ! নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করিতেছেন, চশমা পরা এই নব্য ছাগছানাটির নাম শুনিবার তরে । নানাজনে তাহারে নানান নামে ফুকারীয়া থাকে । আসুন আলোচনার স্বার্থে এইক্ষণে আমরা তাহার একখানা উপর্যুক্ত নাম নির্ণয় করিয়া লই ।

ধরুন তাহার নাম-- ছাগনুল চশমা পরিহিত নব্য এই ছাগছানা (ভবিষ্যতের ছাগুসম্রাট) পোস্টের নামে এই মর্মে বিশাল এক গামলা লাদি ঢালিয়া দিয়াছেন যে--- ৭১ এ জামাতের কোন নেতা তো দুরের কথা কোন কর্মী ও যুদ্ধাপরাধ করে নি তাহার এই দুর্গন্ধযুক্ত লাদির বিশাল গামলার জবাবে, ভবিষ্যত ছাগুসম্রাট এই ছাগনুলের কাছে একখানা প্রশ্নই কেবল রাখিতে চাহি,-- ওহে ছাগনুল ! আপনার পাকীজাত নেতা নিজামী আলমুজাহীদরা যে তবে "আলবদর" বাহিনী গঠন করিয়া পাকী পিতাদের হস্তে আমাদের নিরীহ মা-বোনদের তুলিয়া দিয়াছিল, মুক্তিসংগ্রামের মুক্তিদের হত্যার জন্য গোপন তথ্য সরবরাহ করিয়াছিল, উহা তাহা হইলে কি ???
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।