আমাদের কথা খুঁজে নিন

   

শালার ! ব্লগ ভরিয়া গেল 'ভাছা' আর 'পাছা'তে (আরাশির ক্ষ্যাপা পোষ্ট)- ২

বন্ধ জানালা, খোলা কপাট !

পাছা= পাকী ছাগলদের কার্যক্রম এই ব্লগের সুধী ব্লগারবৃন্দ অবগত ! সেই প্রেক্ষিতে তাহারা নিয়মিত বাঁশ খায় ...! ভাছা= ভারতীয় ছাগলরা হইয়াছে নতুন উত্পীড়ন ! ক্ষণিক আগে এক ভারতীয় রাম ছাগল (পাগলা বাবু)কহিল ,- "শুধু-শুধু ভারত বিদ্বেষ ছড়িয়ে লাভ নেই ? বাংলাদেশীদের মতো বোকা লোক ভারতে বাস করেনা ? বাংলাদেশীদের কী ভাবে সায়েস্তা করতে হয় ,ভারতের ভালো জানা আছে ? ভারতের সরকার নয় ,ভারতের সাধারন মানুষ বাংলাদেশীদের জন্য যথেষ্টো ?" উক্ত উন্নত প্রজাতীর ভারতীয় রামছাগল লাদিতেও ভুল করে ( কোথায় প্রশ্নবোধক চিহ্ন ব্যাবহার হয়, তাহাও জনাব ছাগলের জানা নাই) ! ভুল লাদিতে ভরিয়ে দিচ্ছে সা ইন ! জনাব, উত্তম প্রজাতীর ভারতীয় রামছাগল ! এইখানে (বাংলাদেশে ) নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম নিয়মিতই বাড়িতেছে ! ব্লেড-এর দামও তাহা হইতে রক্ষা পাই নাই ! বাংলাদেশের সাধারণ মানুষের বহুলাংশ ব্লেড কিনিতে পারিতেছে না ! অতএব, জনাব ভারতী রামছাগল, বাংলাদেশের মানুষের গোপন অঙ্গের কেশরাশি উত্পাটনে 'ভারতীয় সাধারণ মানুষের' যেন মর্জি হয় ! বিনীত নিবেদক, ************ বাংলাদেশীদের পক্ষ হইতে- আরাশি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।