সাদেকুর রহমান সুমন
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এমন একটি কুৎসিত শিরোনাম দেবার জন্য। কিন্তু মনে হলো লেখাটায় কিছুটা আদি রসাত্মক ভাব যোগ করলে হয়তবা যথাযথ দৃষ্টি আকৃষ্ট হবে। যাকগে যথেষ্ট রগরগে একটি লেখার আশায় এতোক্ষনে যারা নড়েচড়ে বসেছেন তাদের বাড়া ভাতে ছাই দিয়ে বলছি, আমার লেখাটি কোরবানির ঈদ সম্পর্কিত।
ছোটবেলায় যখন হাটে যেতাম তখন মনে পড়ে আব্বা গরু কিনার আগে সবসময় যেটা সুন্দর ও "গোলগাল" সেটা কিনতে চাইতেন। আশেপাশের প্রতিবেশী আর বন্ধুবান্ধবদের দেখতাম সবার মধ্যে একটা প্রতিযোগীতা, কে কতো বড় গরু কিনবে।
হাটে গিয়ে বড়লোক খরিদ্দারদের দেখেছি গরু বিক্রেতাদের জিজ্ঞেস করতে, "এই গরটা ঘোরা তো, এহ!!! সরা এইটা, এইটা পাছা চিপা!!!!" আমার আব্বা কিন্তু সবসময় ছোটখাটো কিন্তু সুন্দর গোলগাল গরু কিনতেন। আব্বাকে অন্যদের সাইজের গরু কিনার জন্য বললে তিনি বলতেন, "বাবারে, কোরবানী দিতে হয় নিজের সাধ্যমত আর দেখতে সুন্দর ও নিখুত পশু দিয়ে। আর পশু কেনা নিয়ে কম্পিটিশন করলে তাতে কোরবানীর আসল উদ্দেশ্যই নষ্ট হয়, যা কিনা আল্লাহ্র সন্তুষ্টি কামনা। চিন্তা করিস না, এমন একদিন আসবে যখন মানুষ তাদের ভুল বুঝতে পেরে আল্লাহ্র সনষ্টি লাভের জন্যই কোরবানী করবে। "
আজ আমার আব্বা এই দূনিয়ায় আর নেই কিন্তু কিভাবে জানি হয়তবা তার সেই ভবিষ্যতবাণী ফলতে শুরু করেছে।
যারা এতোদিন হাটে গিয়ে মোটা "পাছার" গরু কেনার লোভে কৃত্রিমভাবে কিংবা ইঞ্জেকশন দিয়ে মোটা করা গরু কিনে নিয়ে এসেছেন বা আসবেন তাদের বলছি, ভাই অথবা বোনেরা, এই মোটা পাছা হতে সাবধান!!!!! আপনি যে শুধু আপনার কোরবানীই নষ্ট করছেন শুধু তা-ই না, বরং না যেনে না বুঝে নিজের ও নিজের সন্তানের শরীরে কি যে বিষ ঢুকাচ্ছেন তা মনে হয় আপনি নিজেও জানেন না। কোরবানীর পশুকে কৃত্রিমভাবে মোটা করতে স্টেরোয়েড জাতীয় ইঞ্জেকশন অথবা ইউরিয়া মিশ্রিত খাবার খাওয়ানো হচ্ছে যার ফলস্রুতিতে পশুগুলো অস্বাভাবিক মোটা হয়ে উঠছে। কিন্তু এর বিরূপ পার্শ্বপ্রিতিক্রিয়া পড়তে পারে আপনার অতি আপনজনদের উপর!!! আমার কথা বিশ্বাষ না হলে আপনার পরিচিত কোনো ডাক্তার কিংবা পুস্টিবীদের সাথে কথাটা যাচাই কে দেখতে পারেন। মোটা পাছার গরু হলেই সেটা কিন্তু সবসময় ভালো নয়।
তাই বলছি, আসুন প্রতিযোগীতায় না মেতে উঠে আল্লাহকে সতুষ্ট করার জন্যই শুধুমাত্র আমরা কোরবানী করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।