আমাদের কথা খুঁজে নিন

   

লাউয়াছড়ায় পর্যটন শিল্পের বিকাশ

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

আঁকাবাঁকা সবুজ বন আর পাহাড়ী ছড়ার বালিয়ারী সবুজ শ্যামল প্রান্তর যে দিকে তাকাবেন কেবলই নয়নাভিরাম সুন্দর্যের হাতছানি। দেশের একমাত্র রেইন ফরেষ্ট এলাকা শ্রীমঙ্গলের লাউয়াছড়ায় সদ্য বিদায়ী বছর ২০০৮ সালে রেকর্ড সংখ্যক প্রায় ৬৩ হাজার দেশী বিদেশী পর্যটকের আগমন ঘটেছে। জাতীয় উদ্যান লাউয়াছড়ার জীব বৈচিত্র আর নয়নাভিরাম সবুজ বৃক্ষরাজি আর বালুকা বেলার পথ ধরে হাটতে কার না মন চায়। তাইতো সদ্য বিদায়ী ২০০৮ সালে পর্যটকের আগমন ঘটেছে দ্বিগুন। এক পরিসংখ্যানে এই তথ্য জানিয়েছেন লাউয়াছড়া ও তাদের সহ ব্যবস্থাপনা কমিটি কর্মকর্তারা।

প্রকৃতির অর্পূব সম্ভার লাউয়াছড়ার জাতীয় উদ্যানে রয়েছে ১৬৭ প্রজাতির বৃক্ষ ও আকর্ষনীয় বিভিন্ন প্রজাতির অর্কিড। রয়েছে বিরল প্রজাতির উল্লুক। তাছাড়া প্রায় ২৪৬ প্রজাতির পাখি, ৪ জাতের উভচর প্রাণী, ৬ প্রজাতির সরীসৃপ, ২০ প্রজাতির স্তন্যপ্রাণী ও ১৭ জাতের কীট পতঙ্গের দেখা পাওয়া যায় লাউয়াছড়ায়। অসংখ্য নাম না জানা বৃক্ষরাজি লাউয়াছড়া দেশের একমাত্র রেইন ফরেষ্ট। প্রায় ১হাজার ২শ ৫০ হেক্টর আয়তন বিশিষ্ঠ লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃক্ষ নিধনকারীদের কালো হাতের ছোবলে ইতিমধ্যে অনেক মূল্যবান বৃক্ষ সাবার হলেও যা আছে তাই দেখতে প্রতিদিন আসছেন শত শত বৃক্ষ প্রেমিক ও দেশী বিদেশী পর্যটক।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের জন্য একজন উপজাতী মহিলা সহ ১২জন গাইড রয়েছে। প্রশিক্ষন প্রাপ্ত এসব গাইডরা এখানে আগত অতিথিদের হাতির পিঠে চড়িয়ে ঘুরে দেখান লাউয়াছড়ার নৈর্সগিক সুন্দর্য। তাছাড়া বিভিন্ন ঘন্টা হিসাবে রয়েছে ওয়াকিং ট্রেইল। রয়েছে ইকো রিক্সা। রয়েছে বিভিন্ন প্রাণীর ছবি সম্বলিত টিশার্ট।

লাউয়াছড়ায় ঘুরতে আসা দেশী বিদেশী পর্যটকদের সাথে আলাপকালে তারা জানান, বন কর্তৃপক্ষ থেকে অনেক সময় দিক নির্দেশনা পাওয়া যায়না। তবুও মানুষ একটুখানি বিনোদনের আশায় ছুটছেন লাউয়াছড়ায়। যার ফলে সদ্য বিদায়ী ২০০৮ সালে রেকর্ড সংখ্যক ৬৩ হাজার পর্যটক এসেছেন লাউয়াছড়ায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।