gvwUi fv‡i‡Z Pv gRv Avjv`v-B Zv‡Z †fRv gvwUi MÜ cvB
নিজেকে কিছুটা সময় দেয়ার চেষ্টা
তাইতো হাঁটছি নিজের মতো করে,
চলছি আমি সিগারেট হাতে
অচেনা এই পথটি ধরে।
হাঁটছি আমি গভীর রাতে
জেগে আছে কিছূ অনাহারী,
আমার মতো তাদের ও তো
নাই যে কোন ঘর বাড়ী।
আকাশে জ্বলছে কিছূ তারা
আর জ্বলছে কিছু লাম্পপোষ্ট বাতি,
কিছু কুকুর ডাস্টবিনে পরে থাকা
খাবার নিয়ে করছে মাতামাতি।
রাস্তার ওপাশ্বে দাড়িয়ে মেয়েটা
খুঁজছে কি জানি তার ও দু'টি চোখ,
কেই কি তাকে যাবে নিয়ে
কিছু টাকার বিনিময়ে করবে ভোগ।
আরো সামনে এগুতে থাকি
বসে আছে এক গাড়ী পুলিশ,
বসে বসে ঝিমুচ্ছে তারা
দরকার ছিল তাদের বালিশ।
সামনে এগুতে কয়েকটা ছেলে
ছুটে এসে সামনে দাঁড়ায়,
চাকু ধরে, বের কর সব
বলে দু'হাত সামনে বাড়ায়।
বললাম আমি, কষ্ট আছে
আর আছে কিছু যন্ত্রনা,
এসব তো একান্তই আমার
নিতে তো ভাই পারবা না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।