হাতে হাতটা রেখে
সুরে তালে হাঁটতে থাকা,
জোৎস্না রাতে একলা মনে
পথ হারাবার ভয়টা ভুলে,
হাঁটছি আমি..
হাঁটছি আমি..তোমার সাথে..
গাইছো তুমি গানটা আমার,
ভাঙ্গা গানের স্বপ্ন ভেঙ্গে
উঠছি আমি ভেঁজা চোখে,
তোমায় খুঁজে..সুরের মাঝে..
মেঘের পরে..মেঘ জমানো
আকাশটা..দেখছি আমি,
দিনের শেষে সন্ধা রাতে।
আলো আর আঁধারির খেলাতে।
হাটছি আমি পথে পথে
পথ হারাবার ইচ্ছে নিয়ে,
তোমায় ভেবে আপন মনে।
ভাবছি আমি দূপুর রোদে
বৃষ্টি ভেজাঁ গানটা আমার
গাইবো আমি তোমার সুরে।
আঁধার রাতের পথ চলা
সুরে সুরে শব্দ খুঁজে,
মনের আলোয় পথ রাঙ্গিয়ে
আমার আপন..আঁধার..পেরিয়ে,
হাটছি আমি..তোমার সাথে..
হাতে হাতটা রেখে..।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।