শাকিলা তুবা এতকাল লেপমুড়ি দিয়ে ঘুমোচ্ছিল যন্ত্রনাগুলো বাইরের শীতল আর ভয়াল রাত ভারী পিচ্ছিল একবার অন্ধকারে হাত ঢুকে গেলে বেরুনো মুশকিল! পালা করে রাত জেগে ত্রাসগুলো ভয় দেখিয়ে যায় উষ্ণ লেপের নীচেও হামাগুঁড়ি দিয়ে কখন ঢুকেছে বরফ, জপ তপগুলো নিষ্ঠুর ঘাই বসায় বন্ধ চোখের পাতায়। নিঃশব্দে ঘুরে দাঁড়াতে হবে, হেঁটে যেতে হবে বাগান বরাবর। এখনো কি সূর্যোদয়ের নরম আভায় ভেদ হয়নি দৃষ্টি? রঙ্গিন ফুলের ডানা ঝাপটানো গন্ধ বিভোর করেনি? বৃষ্টি ফোঁটা ভেঙ্গে রোদ আর রোদ ভেঙ্গে রঙধনু তোমায় থামিয়ে বলেনি, নেহায়েৎ ছেলেমানুষটিই রয়ে গেছ! এখনো তো বাতাসের রেণুতে জাগরনের কলি ফোটে! এখানেই বিস্ময়, বেঁচে থাকবার বুঝি এটাই নিয়ম! এখনো অন্ধকার সরিয়ে সুখ জেগে ওঠে বাগানে বাগানে শুধু একটা সিন্দুক ভরে নিতে হবে আশার স্বর্ণমুদ্রায়; আশা লুণ্ঠন করবার মত দস্যু এখনো তৈরী হয়নি পৃথিবীতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।