যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
যদিও বিশেষ কোন ভাললাগা নেই
এই পথে হেঁটে যেতে
নেই তেমন নতুনত্ব
ঐ যে!
লোকে যেগুলারে খুব নতুন নতুন বলে
অনেক সুন্দর সুন্দর শরীরে সুখের বিষ্ময়
আসলে পুরান মাল, পুরাতন ইতিহাসের মতই
ঐ একই পথে হেঁটে চলেছি আমিও
একটু খুঁজলেই পাওয়া যাবে আগেরজনের ট্রেইল
জাতে মানুষতো সবাই
একইরকম হাঁটি! (আসলে ভিন্ন রকম)
কিন্তু কারো পষ্ট মুখ দেখিনা কখনোই (আসলে দেখি)
শুধু মুখের ভিতরে মুখ
এই আসে এই যায়
আর হারিয়ে যায় ছায়ার মতন
আমি বুঝি কিন্তু দেখিনা
আমি দেখি কিন্তু বুঝিনা
আমি দেখিবুঝি কথা কই, কিন্তু ধরিনা
ধরতে গেলে একটা মুখই ফুটে উঠে প্রথমবার
এরপর আরেকটা এরপর অসংখ্য, এরপর অগণিত
একই মানুষের, অ-মানুষের
তাই আমি মাথা নিচু করেই হাঁটি
যদিও এই পথে যেভাবে ইচ্ছা সেভাবেই হাঁটা যায়
বোঝাবুঝি না হলেও
না বুঝে হারিয়ে গেলেও
না হেঁটে থেমে রইলেও
শুধু পথের ভিতরে পথ
আকস্মিক, উলম্বিক সবগুলো ধরণেই
শুধু ডানার উপরে ডানা, হাতের সন্ধিতে হাত
যুগলের কাল শেষ করে বহুবিন্দুর ব্যস্ত ঝিকিমিকি
এই জ্বলে এই নেভে
আর আমি হেঁটে চলি কোন গন্তব্যহীন পথের পরিক্রমায়
কখনো সামন্তরিক, কখনো বৃত্ত, কখনো আঁকভাঙ্গা নতুন ক্ষেত্র
হারিয়ে যাবার ভয় এলে থুথু ছিটাই অথবা তরল মুত্র
যে মুখে থুথু ছিটাই সে মুখ-ই হয় থুথুর নতুন পাত্র
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।