আমাদের কথা খুঁজে নিন

   

সাভারে ২০০ ভরি স্বর্ণ ডাকাতি, আহত ৭

সাভারে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার মধ্যরাতে সাভার পৌর এলাকার দক্ষিণ পাড়া মহল্লার প্রদীপ দাশের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুইশ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিস লুট করে।

জানা গেছে, গতকাল রাত ৩টার দিকে ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত মুখোশ পরে স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দাশের বাড়িতে হামলা চালায়। এসময় ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে সিন্দুকে থাকা প্রায় দুইশ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ ৭ জন আহত হয়েছেন।

পুলিশ ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।