ছিটমহলবাসীদের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে ছিটমহলবাসীদের তরফে আইনিজীবী অনির্বান দাস একটি আবেদন করেছিলেন। গত ৩রা সেপ্টেম্বর সেই মামলার শুনানি নির্ধারিত ছিল। তবে ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে তাদের রায় দেবার কোনও এখতিয়ার নেই জানিয়ে আবেদনটি খারিজ করে দিয়েছে।
ছিটমহলবাসীদের আবেদনে বলা হয়েছিল, দীর্ঘ দিন ধরে তারা নাগরিকত্বহীন অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।
এই অবস্থার অবসানে রাজনৈতিক দলগুলির কোনও নড়াচড়া নেই জেনেই ছিটমহলবাসীরা আদালতের কাছে তাদের নাগরিকত্বসহ সমস্ত নাগরিক সুবিধার দাবি জানিয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিয়ে বলেছেন, কার জমি কোথায় থাকবে তা ঠিক করার ভার কেন্দ্রীয সরকারের। তাই এ ব্যাপারে ভারত সরকারকেই ব্যবস্থা নিতে হবে। আদালতের এই রায়ে ছিটমহলবাসীরা হতাশ বলে জানা গেছে।
এদিকে, গত বুধবার লোকসভায় বিজেপি সংসদ সদস্য কবীন্দ্র পুরকায়স্থ বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে বাংলাদেশের উপর চাপ সৃষ্টির আবেদন জানিয়েছে।
তিনি বলেছেন, হিন্দুদের মন্দির ধ্বংস করা হচ্ছে, লুট করা হচ্ছে হিন্দুদের বাড়িঘরদোর ও অন্যান্য সম্পত্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।