আমাদের কথা খুঁজে নিন

   

সাকা চৌধরীর আবিষ্কৃত কিছু শব্দ (ডিজিটাল কারচুপি, এনালগ কারচুপি, ডিজিটাল সংসদ) আমার মাথয় ঢুকছে না



সভ্যতার বিবর্তন ও অগ্রযাত্রার সাথে সাথে আমাদের ভাষারও যে বিবর্তন ও অগ্রযাত্রা হবে এটাই স্বাভাবিক। সেই ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত সম্মুখিন হই নতুন নতুন শব্দের। এক কালের চির পরিচিত শব্দ কালের বিবর্তনে সেটার বিলুপ্তি ঘটে। আবার কোন একটা নতুন ধারণা বা কোন একটা নতুন কিছু আবিষ্কুত হলে সেটার নতুন নাম করণ করা হয়। এভাবে নতুন শব্দের উদ্ভব হয়।

আমরা বাঙ্গাল হলেও ইংরেজির প্রতি মোহাচ্ছন্ন থাকায় আমাদের দ্বারা ইংরেজি ভাষারও য়ে নতুন নতুন শব্দ সৃষ্টি হতে পারে তার প্রমান রেখেছেন বাঙ্গাল ড. ইউনুছ। যেমন ‘মাইক্রোক্রেডিট’ শব্দটা উদ্ভাবক হলেন ক্ষাঙ্গাল ইউনুস। সেই ধারাবাহিকতায় আমাদের জননেত্রী শেখ হাসিনা“ ডিজিটাল বাংলাদেশ’ নামক এক নতুন ধারণার অবতারণা করেণ ক্ষণকাল পূর্বে সম্পাদিত জাতীয় নির্বাচানের পূর্বে তার ইশতেহার প্রকাশের মাধ্যমে। এটা নিয়ে বহু আলাপ আলোচনা আমরা প্রত্যক্ষ করছি। অনেক রম্য ম্যাগজিনেও এটা নিয়ে রসালো আলোচনা চলছে।

এই ডিজিটাল বাংলাদেশ শব্দের প্রকৃত অর্থ কি, এর বিস্তার কতদূর, ক্ষেত্র কি কি, কোন কোন স্থানে এটা প্রয়োগযোগ্য সে বেপারে এখনো আমরা একটা ধোয়াশার মধ্যে রয়েছি। এক এক জন ব্যক্তি এক এক ধরণের মতামত প্রদান করছে। কার কথা মানব আর কার কথা ফেলব এই নিয়ে আমার মতো অতি অজ্ঞ মূর্খ মানুষ বড়ই মনোকষ্ট নিয়ে দিনাতিপাত করছে। বাপারটা নিয়ে আমি বহু ভেবেছি কিন্তু কোন কুল কিনারা পাই নি। এটা আরো ঘটেছে রম্য ম্যাগাজিনগুলো পড়ে।

এক রম্য ম্যাগাজিনের প্রচ্ছদ এমন: পাশা পাশি দুটি ছবি। প্রথম ছবিতে শেখ হাসিনা ঘোষণা করছে যে দেশ কে আগামী ২০২১ সালের মধ্য ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত করা হবে। আবার পাশের ছবিতে সেই তিনিই বলছেন আগামী ২০৩৩ সালের মধ্যে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। হা হা!! (সুতরাং আবারও তাকে ভোট দিন। এটুকু অপ্রকাশিত ভাব) সতরাং পাঠক বুঝতে পারছেন আমার ব্যপারটা।

এই ডিজিটাল বাংলাদেশ ব্যপারটা বুঝতে না বুঝতেই আমার মস্তিষ্কে প্রবেশ করলো আরো কিছু নতুর শব্দাবলী। এতে আমার উর্বব মস্তিক ডিজিটাল ভাবে হ্যাং হওয়ার উপক্রম হলো। তাই পাঠক ভাই ও বোনেরা আপনাদের শরণাপন্ন হলাম। শব্দগুলি হলো ডিজিটাল কারচুপি, এনালগ কারচুপি, ডিজিটাল সংসদ। গত২৪/০১/০৯ তারিখে একটি জাতীয় পত্রিকায় বি এন পি’র সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য পড়ে তো আমার মস্তিষ্ক ডিজিটাল না এনালগ হয়ে যাচ্ছে তা বুঝতে ছিনা।

তিনি অভিযুগের সুরে বলছেন যে জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ ডিজিটাল কারচুপি করেছে। আর উপজেলা নির্বাচলে করেছে এনালগ কারচুপি। ডিজিটাল বুঝতেই আমি টাল হওয়ার উপক্রম। আবার আসল এনালগ। যাই হোক এনালগ না হয় পরে বুঝা যাবে।

কিন্তু আওয়ামীলীগ সংসদকে ডিজিটাল সংসদ বানাতে চাচ্ছে এই অভিযোগটা একবারেই আমার মাথায় ঢুকছেনা। কোন ভাই -বোন নারী-পুরুষ, ক্লিব.. সবাই কে অনুরোধ করছি দয়া করে আপনারা এই সব শব্দগুলির ব্যপারে যে যা জানেন তা আমাকে জানান। অন্যথায় এই ডিজিটাল শব্দ শুনতে শুনতে আমি টাল হয়ে যেতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।