শাফিক আফতাব------- ও বাহে চাচা, শোনেক বাঁ, শহরত গেুনু মোর ভাই থাকে সেখানত সাথত মোর বড় বইন ছিলো, তাকে মুই কনু ‘ওঁ বুবু কেমন লাগছে শহর’ ? ওমনি ভাবি সাব আিসয়া মোক কইলো, :‘এ্যাই মিয়া চেঞ্চ করতে হবে খাসলত বুবুকে বলতে হবে, আপা, নয়তো আপি : যত্তো এসেছে ইতর’। মোবাইল ফোনোত কনু, ‘ও বাজান, কেমুন আছেন, কী খবর বাড়ির ? ভাবিসাব মোরে আসিয়া চটকনা দিয়ে কইলো, ‘এ্যাই মিয়া বাজান আবার কী’? ‘আমার বলি ড্যাড,’ মুইতো কবার পাম না, বোঝোম না না কথা ভাবির, তারপরত মুই টেবিলত বসিয়া ভাত খাওয়ার নাচ্চোম, মোর কয় ‘খান কী’ ? কও তো চাচা, তোমরায় কয়, ছেলে মানুষক মানুষ কি খানকি কয় ? তা হোক বেডেয়া আসার সময় মুই কনু তাহলে ভাবি ‘যাই, ; ভাবি চোখ রাঙাইয়া কয়, ‘আরে গর্দভ যাই না আসি কয়’ মুই নব্বই কওয়াতো, ভাবি মোক কয় ;‘ এ শালা ইতরের বাচ্চাই’। বুবুক মুই কেনে আপা কইম, কইলে মোর বুবু পর হয়্যা যাবেনা ? বাবাকে কেনে মুই ড্যাড কইম কইলে সে মদ গাঁজা খাবেনা ? নিসর্গ : ঢাকা ২৭.০৫.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।