খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...
বুবু তোর মন খারাপ আমি জানি
এ মাসটা এলেই তোর বুক চেপে কান্না আসে
তুই কাদিছ না
তোর যা গেছে তা আকারে বিরাট একটা কিছু
বিধবা হয়েছিস দেশের জন্য
দেশ আজ গভীর শ্রদ্ধায় অবনত তোর কাছে
তোর কি একটু ভালো লাগছেনা!
তোর নির্বাক চোখ খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দেয়
ত্যাগে তুই কতোটা মহিমান্বীত
আক্ষেপ করিছনা ভাই
আমরা জেগে আছি
যে করেই হোক পাই পাই করে হিসেব নিবো
ওদের নিস্তার নেই
তোর পায়ের জুতাটা আমাকে দে
আমি প্রতিবাদস্বরুপ শাহবাগের মোড়ে টানিয়ে দিবো
যুদ্ধাপরাধীদের গালে মারার জন্য
তুই দেখিছ হাজার হাজার মানুষ
রাস্তার মোড়ে মোড়ে জুতা নিয়ে মিছিল করবে
যুদ্ধাপরাধীদের দুই গালে জুতা মারো তালে তালে
বিজয় দিবসে
ওদের ঘৃনার জন্য থুথু ফেলার বক্স দিয়ে দেবো
স্মৃতিসৌধে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।