بسم اللة الرحمن الرحيم -(পরম করুনাময় ও দয়ালু মহান আল্লাহর নামে)। قل رسول اللة(ص)" اني تارك فيكم الثقلين :كياب اللة و عترتي أهل بيتي ما ان تمسكتم بهما لن تضلوا ابدا و انهما لن يفترقا حتي يردا علي الحوض " মহানবী(সা বলেছেন: 'আমি দুটি ভারি ও মূল্যবান বস্তু তোমাদের মাঝে রেখে যাচ্ছি। আল্লাহর কিতাব ( কুরআন) ও আমার আহলে বাইত ( রক্ত সম্পর্কীয় অতি নিকট আত্মীয়)। তোমারা যদি এ দুটিকে আঁকড়ে ধর কখনই বিপথগামী হবে না। এ দুটিই আমার সঙ্গে ( কিয়ামতে) হাউজে কাউসারে মিলিত না হওয়া পর্যন্ত পরস্পর হতে বিচ্ছিন্ন হবে না।' ( সহীহ মুসলিম,খঃ ৭,পৃঃ ১২২; সুনানে দারেমী,খঃ ২, পৃঃ ৪৩২; মুসনাদে আহমদ, খঃ ৩, পৃঃ ১৪, ১৭, ২৬, ৫৯; খঃ ৪, পৃঃ ৩৩৬, ৩৭১; খঃ ৫, পৃঃ ১৮২, ১৮৯; মুসতাদরাকে হাকেম, খঃ ৩, পৃঃ ১০৯, ১৪৮, ৫৩৩ দ্রষ্টব্য )।
মহানবী সাঃ ও তার আহলে বাইতের (আঃ) রেখে যাওয়া উত্তরাধিকারটি তাদেরই প্রবর্তিত মতাদর্শে সংগৃহীত ও সঞ্চিত হয়েছিল এবং তাদের অনুসারীরা সেটিকে বিনাশ হতে রক্ষা করেছিল। এ মতাদর্শটিতে ইসলামের সকল শাখা ও বিভাগের সমম্বয় ঘটেছে। তাই এটি ইসলামের একটি সামগ্রিক রূপ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।