দেশকে ভালবাসি। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। রাজাকারবিহীন বাংলাদেশ দেখতে চাই।
বিন্দু বিন্দু করে
বুকের মাঝে যে কান্না জমিয়েছ
সারাক্ষণ অনুভবে
তা শুধু তোমাকেই পোড়াবে
তার চেয়ে সন্ধি কী মন্দ নয়???
সারাটা বিকেল জুড়ে
অপলক দৃষ্টিতে
জানালায় চেয়ে থাকা কারও অপেক্ষায়
নিজের অজান্তে
অশ্রুসিক্ত চোখের কোণ কী
নির্ভরতা প্রকাশ করে না???
ব্যথা আর ব্যাকুলতার মাঝে
ডুবুরীর মত খুঁজে চলা
নিঃসঙ্গ একাকী নির্বাসন
যা কারও কাম্য নয়
তবে কেন এ দূরত্বের প্রয়াস???
এতকিছুর পরও মানুষ
স্বপ্ন দেখে
পাখী যেমন ফিরে আসে নীড়ে
দিনের শেষে.......
স্বপ্নের আবাস অপেক্ষায় তোমার
ফিরে এস অপরাজিতা
অভিমান ভুলে
তোমার ঠিকানায়........................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।