যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
সচিব হয় এক একজন এমন সময় কারো চাকুরীর থাকে বারো মাস, কারো ছয়মাস এমনকি কারো তিনমাসও। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যাবতীয় কাজ নতুন সচিব বুঝে উঠে কাজ হাতে নিতে নিতে অধীনস্থদের পুনরায় নতুন সবিচের প্রস্তুতি নিতে হয়। প্রজাতন্ত্রের দাপ্তরিক কাজ যেন আর আগে বাড়তেই চায় না।
একটা সরকারের আমলে মন্ত্রণালয় সংশ্লিষ্ট যাবতীয় সিদ্ধান্তের সর্বাধিনায়ক মন্ত্রী। তার সুবিধামত সচিব নিযুক্ত করে তাকে দীর্ঘসময়ের জন্য অবস্থানের সুযোগ দিলে জনগুরুত্বপূর্ণ কাজগুলো ত্বরিত সম্পন্ন হতে পারে।
মূলত সচিব পরিবর্তন করে কোন স্ট্রাটেজির পরির্বতন করা যায় না। সব সচিবের একই রা। যে আসুক সে একই কাজ করে যা তার পূর্বসূরী করে গেছে। কেবল রাজনৈতিক বিবেচনা আর গুরুতর অসদাচরণ ছাড়া সচিবদের কাজের ক্ষেত্রে আর কোন পার্থক্য লক্ষ্য করা যায় না।
গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ে নিযুক্ত সচিবরা যেন দীর্ঘমেয়াদে এবং তাদের চাকুরী তিন/চার বৎসর বাকী থাকা অবস্থায় কাজ করে যেতে পারেন এমন ব্যবস্থা করা দরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।