প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের অনুপস্থিতিতেই তার একান্ত সচিব এ কে এম মাজহারুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনার আবদুল মোবারককে না জানিয়ে পিএস মাজহার ট্রেনিংয়ের জন্য গত ১৮ মার্চ কক্সবাজার গিয়েছিলেন। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল একেএম মাজহারুল ইসলাম ইসিতে উপস্থিত ছিলেন কিন্তু অফিসিয়াল কোনো দায়িত্ব পালন করেননি।
এ বিষয়ে একেএম মাজহারুল বলেন, বরখাস্তের একটি চিঠি পেয়েছেন। এতে দায়িত্ব আবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে বলে চিঠিতে লেখা হয়েছে।
সিইসি বর্তমানে যুক্তরাষ্টে রয়েছেন। এসময় সিইসির রুটিন দায়িত্বে রয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক।
জানতে চাইলে ইসির ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম বলেন, এটি নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় নয়, প্রশাসনিক বিষয়ের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।