এইচআইভি ও ব্লাড ক্যান্সারে আক্রান্তদের জন্য নতুন আশা নিয়ে এল কানাডার গবেষকরা। শ্বেত রক্তকণিকার পুনঃউৎপাদন বন্ধের পদ্ধতিটি সনাক্ত করেছেন তারা। ফলে অনেকটা সহজ হয়ে গেল দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম রক্ষার কাজটি। মূলত দেহের রোগ-জীবাণু ধ্বংস করার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত শ্বেত রক্তকণিকা। লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সারে আক্রান্তদের কেমোথেরাপি বা বোনমেরো ট্রান্সপ্লান্টের সময় প্রচুর শ্বেতকণিকা ধ্বংস হয়।
তখন দেখা দিতে পারে ইনফেকশন। ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়ালসের গবেষক মার্টিন গুইমন্ড শ্বেতরক্ত কনিকা ধ্বংস হওয়ার পদ্ধতিটি আবিষ্কার করেন। তিনি বলেন একটি নেগেটিভ রেগুলেশন লুপ শ্বেত রক্তকণিকার বিভাজন প্রক্রিয়ায় বাধা দেয়। এ লুপ তথা চক্রের পরিবর্তন ঘটালেই শ্বেত রক্তকণিকার সংখ্যাবৃদ্ধি ত্বরান্বিত হবে। বিস্তারিত প্রকাশিত হয়েছে নেচার ইমিউনোলজি জার্নালে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।