আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের কয়েকটি ভাস্কর্য ও তাদের স্থপতি (২)

:)

আগের পোস্টে বাংলাদেশের কয়েকটি ভাস্কর্য ও স্থাপত্য এবং তাদের স্থপতিদের নাম দিয়েছিলাম। এখানে আরও কয়েকটির নাম ও তাদের স্থপতিদের নাম দেওয়া হলো। ১) কমলাপুর রেল স্টেশন, কমলাপুর, ঢাকা--মি: বোব লুই ২)শাপলা চত্বর, মতিঝিল, ঢাকা--আজিজুল জলিল পাশা ৩) জাগ্রত চৌরঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুর-- আব্দুর রাজ্জাক ৪)বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু এভিনিও, ঢাকা-- আবুল হোসেন মোঃ থারিয়ানী ৫) টি. এস. সি. ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-- কন্সট্যানটাইন ডক্সাইড ৬)তিন নেতার মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধাকা--মাসুদ আহমদ ৭)দোয়েল চত্বর, কার্জন হলের সাম্নে--আজিজুল জলিল পাশা ৮) স্বাধীনতা, কাজী নজরুল ইসলাম এভিনিউ-- হামিদুর রহমান ৯) মুজিব নগর স্মৃতি সৌধ, মুজিবনগর, মেহেরপুর--তানভীর কবীর ১০) জাতীয় শিশু পার্ক, শাহবাগ, ঢাকা-- শামসুল ওয়ারেস ১১) চেতনা-৭১, পুলিশ লাইন, কুষ্টিয়া--মোঃ ইউনুস ১২) রানার, রাজশাহী পোস্টাল একাডেমি গেট-- আজমল হক সাচ্চু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.