কোম্পানিতে বদলা দেই কারনে কোম্পানি বাসার ব্যাবস্থা করেছে। ২জন বাঙ্গালী থাকি , ভালোই চলছিলো কিন্তু হঠাৎ করেই একটা পাকিস্তানী শয়তানকে একসাথে থাকার ওর্ডার করলো অফিস থেকে।
যথাসম্ভব চেস্টা করেও ঠেকাতে পারলাম না।
গতরাতে আসলো রুমে ঐ পাকি
কথার মাঝে বলো ১৯৭১নিয়ে আমাদের দুঃখ আছে কিনা ?
মেজাজ টা এমনি গরম ছিলো,, ৪৯হয়ে গেলো
আচ্ছা মতো ধোলাই দিলাম। (মুখ দিয়ে)।
এবং বলে দিলাম এ নিয়ে আর যেন কোন দিন কথা না বলে।
আজ অফিসে দরখাস্ত দিলাম। হয় তারে চেন্জ কর না হয় আমাদের।
আবস্থা ভালো মনে হয় না। এক সাথেই থাকতে হবে।
কি যে করি ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।