:)
আমাদের দেশের যে ভাস্কর্য গুলো রয়েছে সেগুলোর স্থপতির নাম কী আমরা জানি? চলুন জানা যাক বাংলাদেশের কয়েকটি ভাস্কর্য ও স্থাপত্য এবং তাদের স্থপতিদের নাম।
১) জাতীয় স্মৃতি সৌধ ,সাভার, ঢাকা -- সৈয়দ মইনুল হোসেন
২) জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা--মিঃ লুই আই কান
৩) বীরের প্রত্যাবর্তন--সোইলমাদ
৪) রাজসিক বিহার--মৃনাল হক
৫) গ্রাম, ভাটরা,বাড্ডা, ঢাকা--সুদিপ্ত মল্লিক
৬) শহীদ মীনার-- হামিদুর রাহমান
৭) অপরাজেয় বাংলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যাল--সৈয়দ অব্দুলাহ খলেদ
৮) অমর একুশে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়--জাহানারা পারভীন
৯) সাবাস বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যলয়--নিতুন কুন্ডু
১০) সোপার্জিত স্বাধীনতা, টি.এস.সি., ঢাকা বিশ্ববিদ্যালয়--শামীম সিকদার
১১) বলাকা, মতিঝিল ঢাকা,-- মৃনাল হক
১২) জাতীয় যদুঘর, শাহবাগ, ঢাকা--মোস্তফা কামাল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।