[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
অস্থিরতা, উৎকণ্ঠা এবং ভীতির
সমন্বয় বিবেচনায় যে ভ্রান্তিটুকু ছিল
তার পুরোটাই পুরো পর্দার উল্টো পিঠের
ছাপ নিয়ে এনেছিল যে চঞ্চলতা
তাকে আসলে প্রকৃত ভাবনার ছাঁচে ক্ষণিক ফেললেই
খুব সহজে আমি জেনে যাই ওটা আর কিছু নয় ,
কেবল অপূর্ণ ভালবাসার হঠাৎ
মুহুর্ত বহিস্ফুরনজনিত স্বর্গীয় পূর্ণতা এক।
ক্ষণিক বলেই সেখানে উদ্ভাসিত হাসির তারল্য
ক্ষণিক বলেই সেখানে চরমতমমিশ্রন-
অস্থিরতা, উৎকণ্ঠা, ভীতির সাথে চঞ্চলতার,
ণিক বলেই শতকোটি বিরহের মৃত্যু তার গালের টোলে
চঞ্চলতা যেটুকু সে তো হৃদয়ে তার স্বপ্নের সূক্ষ্মতম দোলে।
কবরের মাঝে বসবাস যে স্পন্দনসম্পাদিত প্রাণের,
যার কাছে পূর্ণ বাতাস কেবলই প্রত্যাশা এক চিরকালের
একটুখানি ক্ষনের কাছে সে তো ঋণী হয়ে উঠবেই;
সেই ক্ষণ অসীম ক্ষমতার বরাতে নিয়ে আসে...
সূক্ষ্ম বাতাসের পরশ তার মৃত প্রায় সজীব আত্মায়,
চঞ্চলতা সেখানে খুবই না বোঝা ঘটনা তার কাছে;
চোখ ফুঁড়ে জল যদি চলেও আসে, ভেবোনা তা কান্নার;
সেটা কেবলই ভয় ভীতি , উৎকণ্ঠা আর অস্থিরতা--
এই ক্ষণিক সূক্ষ্ম-এই সুখের বহিস্ফুরক্ষণটুকু হারাবার ।
১০.১.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।