আমাদের কথা খুঁজে নিন

   

অস্থিরতা (কবিতা)

কবিতা

শাহাদাৎ তৈয়ব কী অস্থির হয়ে উঠেছে মুহূরতের আত্মরেখা ভুল হয় না যার আকাশ দেখা বাতাশ মাতাল গন্ধ শোঁকা ভুল হয় না তার মাটির ভেতর পানির ভেতর এঁকে দেওয়া সীমারেখা। কী অস্থির হয়ে উঠেছে হাওয়ায় ভাসা হরফমালা বৃক্ষ ধরা পাতার কোরাস বড়ই করুণ নদীর অনেক দিন শুকিয়ে যায় পানির খোঁজে রাতের খাটে সাঁতার কাটে হাঁপিয়ে যাওয়া হৃদয় আগুন কী অস্থির হয়ে উঠেছে মুহূরতের আত্মরেখা ভুল হয় না যার দেখতে গহিন সাগর তলের গভীর প্রাণের খেঁপে ওঠা অগ্নিশীখা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।