ভারতকে হারিয়ে দুটি জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে কোনো হিসেব-নিকেশ ছাড়াই শেষ চারে উঠেছে স্বাগতিক নেপাল।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ১১ মিনিটের ব্যবধানে দুই গোলে পিছিয়ে পড়ে কিন্তু বিদায় ঘণ্টা বেজে উঠেছিল ভারত শিবিরে। ৭০ মিনিটে নেপালকে প্রথম এগিয়ে নেন স্ট্রাইকার অনিল গুরুং। আর ৮১ মিনিটে ব্যবধান দ্বিগুন করে করেন আরেক স্ট্রাইকার জুমানু রায়।
কিন্তু এর পরেই আসে ইনজুরি সময়ে সৈয়দ রহিম নবির সেই অমূল্য গোল।
সমান একটি করে জয়, হার ও ড্র’য়ে তাদের পয়েন্ট প্রতিবেশী দেশ পাকিস্তানের সমান চার হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথমত দেখা হয় গোল ব্যবধানে কে এগিয়ে। এক্ষেত্রেও সমতায় ছিল দুই দেশ। এরপর বিবেচ্য স্বপক্ষ গোলেও (৩টি করে গোল) দুই দল এক বিন্দুতে। শেষে দেখা হয় মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে। আর তাতেই এগিয়ে যায় ভারত।
গ্রুপ পর্বে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল তারা।
ভারতকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। আর কোনো জয় না পেয়ে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের শেষ অবস্থানে থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।