“অতীতেও বিভিন্ন সময়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে পুনরায় নির্বাচনে অংশ নিয়েছে এবং অনেকগুলোতে তারা জয়লাভও করেছে। গাধা সব সময় জল ঘোলা করে খায়; আমার বিশ্বাস, আগামী নির্বাচনে বিএনপিসহ সব দল অংশ নেবে। ”
দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপির না যাওয়ার হুমকির মধ্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন।
সংবিধান সংশোধনের পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় বিএনপি বলছে, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয়।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে পুনঃস্থাপনের দাবিতে আন্দোলনও করছে বিরোধী দল।
হাছান মাহমুদ বলেন, “কোনো শঙ্কা বা আশঙ্কা থাকলে তা দূর করতে আলোচনার দুয়ার খোলা রয়েছে। সমস্ত গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। নির্বাচন নিয়ে খামাখা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নেই। ”
ভারতের উদাহরণ দিয়ে তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর ক্ষমতাসীন সরকার অন্তর্বতীকালীন সরকারে রূপ লাভ করে এবং সে সময় মূল ক্ষমতা চলে যায় নির্বাচন কমিশনের হাতে, শুধু দৈনন্দিন কাজ মন্ত্রিসভা করে থাকে।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই অন্তর্বর্তী সরকারের প্রধান থাকবেন জানিয়ে তিনি বলেন, তবে ওই সরকারের কাযপরিধি নিয়ে বিএনপির কোনো বক্তব্য থাকলে তা নিয়ে আলোচনায় সরকার তৈরি।
“এ ব্যাপারে তাদের কোনো প্রস্তাব থাকলে তা আগামী সংসদ অধিবেশনে রাখতে পারেন। ”
নিরপেক্ষতা হারিয়েছেন ব্যরিস্টার রফিক-উল-হক
বুধবার এক অনুষ্ঠানে ব্যরিস্টার রফিক-উল-হক যৌথ সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় হাছান মাহমুদ বলেন, “তিনি ‘নিউট্রালিটি’ (নিরপেক্ষতা) হারিয়েছেন। ”
“তিনি বিএনপি ঘরানার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে তিনি বিএনপিকে কাজ করার পরামর্শ দিয়েছেন, যাতে বিএনপি আগামী নির্বাচনে জয় লাভ করতে পারে, সেখানে তিনি বিএনপি’র একজন হয়ে বক্তব্য রেখেছেন। ”
হাছান মাহমুদ বলেন, “নিরপেক্ষ ব্যক্তি হিসেবে জাতিকে পরামর্শ দেয়ার যে ভূমিকা তিনি আগে রাখতে পারতেন, সে সুযোগ আর নেই, তিনি একটি পক্ষ নিয়েছেন এবং তিনি নিজেকে বিএনপি ঘরানার আইনজীবী হিসেবে নথিভুক্ত করেছেন। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।