আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
হয়তো একদিন পৌছে যাব
সেই নদীতীরে
যেখানে কবিতারা খেলাকরে
হাওয়ার স্রোতে-
শব্দের গঞ্জনে মুখরিত কাল
অদৃশ্যতায় ভেসে চলে দিক্-বিদিক্,
বহুদুরের সেই হিমালয়ের
গা বেয়ে নিম্নমুখি
গলতে থাকা হিমবাহ
স্রোতস্বিনী হয়, শব্দেরা
ভেসে চলে মহাপ্লাবন হয়ে
দেশ দেশান্তরে,
বার্তা নিয়ে জীবনের, আবেগের-
আমি কি ও'খানে ছিলাম কোন দিন!
কেউ কি আমায় নিয়েছিলো সেখানে!
একদিন দখিন থেকে
ধেয়ে আসা কোন এক
মহাসাগরীয় ঝড়ে শব্দ হয়ে
ভেসে যাব শব্দের মেলায়।
যেখানে বৃক্ষের গর্ভে শয়িত
পাঁচ-পাচঁটি বিষধর।।
...............................
( অনুপ্রেরনাঃ গেওর্গে আব্বাস ভাই )
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।