আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। (না থাকলে ভাল থাকার try করুন)। আজকের টিপসটা মনে হয় অনেকেরই কাজে আসবে। আমরা অনেকেই শখ করে নতুন Pc কিনি।
কিন্তু সমস্যা তখনি হয় যখন PC এর সামনের Audio jack কাজ করেনা অথচ পিছনেরটা কাজ করে। মাথাটাই তখন আগুন হয়ে যায়। চলুন এবার এর একটা সমাধান করার চেষ্টা করি। শুরুতে PC off করে electricity connection খুলে ফেলি। CPU খুলে দেখুন অডিও jack এর port তা লাগানো আছে নাকি? যদি disconnected থাকে তাহলে connect করুন।
আর লাগানো থাকলে খুলে ভালভাবে লাগান। pc start করুন। এখনো সমস্যা। No চিন্তা । REALTEK HD AUDIO MANAGER OPEN করুন।
ডান দিকে উপরের কোণায় দেখুন একটা Folder icon আছে । ক্লিক করুন। এবার প্রথমটা Checked আর পরেরটা Unchecked করে OK করুন। এখন পিছনে Audio jack এর port টায় একটা jack লাগান। সামনেরটায় নয়।
দেখুন analog back panel এ green sign তা গাড় হয়েছে। এটাতে ক্লিক করে SEt default device ক্লিক করুন। ব্যাস, কাজ শেষ। এবার দেখুন তো কাজ করে কিনা। না হলে আপনার আর কিছুই করার নেই।
বৃষ্টির মধধেই দৌড় দিন পিসি নিয়ে,যদি কিছু হয় সেই আশায়। আজকের মত এখানেই শেষ। দেখা হবে পরের Tune এ। GOOD BYE.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।