আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রতিক বুয়েট এবং অধমের কিছু আত্মোপলব্ধি



এক জুনিয়র থেকে শুনলাম -আজ(০৫/০১/২০০৯) নাকি বুয়েটে মিছিল হয়েছে এবং আপাত দৃশ্টিতে তা শিক্ষকদের কোটা প্রথা'র বিরুদ্ধে আন্দোলন হলেও সেটা নাকি মূলত পরীক্ষা পেছানোর আন্দোলন। হাঁ ঈশ্বর!!কিছু ব্যাপার কোন দিন ই বুঝি বদলাবার নয়!! স্বীকার কছ্ছি ব্যাপার খানা খতিয়ে দেখবার সুযোগ মেলেনি। বুয়েট থেকে পাস করবার পর যোগাযোগ বড় ক্ষীণ -জুনিয়র ছেলে পিলে যা শোনায় তাতেই হা-হুতাশ করি - সত্য ঘেঁটে বের করবার সুযোগ কই? তবে ব্যাপারটা সত্যি হলে চিন্তার বিষয়। বুয়েটে গোটা পাঁচেক বছর যে সময় কাটিয়েছি-তার experience বলে মিছিল হলে পরীক্ষা না হওয়া ঠেকাবার কোন উপায় নেই-সে মাঠে পুলিশ মিলিটারি যাই থাকুক না কেন!পরীক্ষা তবে পিছাছ্ছেই!!! অস্বীকার কছ্ছি না-ছাত্রাবস্থায় পরীক্ষা পেছানো বড় আনন্দময় এক ব্যাপার ছিল। আমি বিশেষ সুবিধের গোছের ছাত্র ছিলাম না- PL এ নাকমুখ গুজে পড়ে কোন মতে পাশ করে গেছি(আহা - এক রাত্তিরে তখন যতটা পড়ার চাপ নিতে হত ভাবলেও এখন শিউরে উঠি!)।

পরীক্ষার সময় তাই মিছিল দেখলেই(তা গোটা দশেক জন এর হলেও!)-বই পত্তর গুটিয়ে ব্রিজ খেলতে বসে যেতাম-আর যাই হোক পরীক্ষা আর হছ্ছে না! এভাবে বিমলানন্দে সময় কাটানোর ঠেলাটা টের পেলাম পাশ করবার পর। ইন্টারভিউ দিতে যাই বিভিন্ন খানে - পরীক্ষার্থী যথারীতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। খানিক আলাপ শেষ এ যখন ই জানতে চাই -"ভাই,আপনি কোন ব্যাচ এর যেন?"। প্রতিবার অবধারিত উত্তর-"আমি ওমুক ব্যাচ এর"(অর্থাৎ যা কিনা আমার থেকে ১ বা ২ ব্যাচ জুনিয়র!)। এবং একসময় খুব অবাক হয়ে আবিস্কার করি-বাংলাদেশ প্রকৌশল শিক্ষা পড়ানো হ্য় এমন বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে বুয়েটের ব্যাচটিই সব চাইতে দেরিতে পাশ করে বেড়িয়েছে!অন্য সব বিশ্ববিদ্যালয় গুলোর পরের এক-দু ব্যাচও এরি মধ্যে পাশ করে আমাদের সাথে চাকুরি'র লড়াইয়ে সামিল!পরীক্ষা দিতে আমাদের এতই অনীহা!!! আমার মনে আছে -একবার এমন মিছিল যখোন হছ্ছিল-এক জুনিয়র খুব দুঃক্ষ করে আমায় বলেছিল-ভাইয়া,এবারও পরীক্ষা সময় মতন হলোনা।

বাড়িতে বাবা'র রিটায়ারমেন্ট হয়ে গেছে-সবাই তাকিয়ে আছে কখন আমি পাশ করবো-একটা চাকরি নেব-পরিবারের সবার দায়িত্ব নেব। আর এভাবে প্রত্যেকটা টার্ম ৬ মাস এর জায়গায় ৮-৯ মাস এ শেষ হয়। আর কদ্দিন এভাবে দিন গুনতে হবে-বলতে বলতে ছেলেটা সে দিন কেঁদেই ফেলেছিল। আমি কিছুই বলতে পারিনি তাকে সেদিন। সেই সব ছেলেদের আজকেও কি আমার কিছু বলবার থাকতো?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.