ধর্ম যার যার , বাংলাদেশ সবার এক দুই তিন ..............করে শাহবাগে ২ লক্ষাধিক বিভিন্ন বয়সী নানা পেশার লোক নিজ নিজ কাজ ফেলে ঢাকা সহ সারা দেশ থেকে এখানে এসে জড়ো হচ্ছে। একটাই দাবী....."প্রহসনের রায় বাতিল করে ফাসির দাবী নিয়ে এসেছি" হঠাৎ চিরাচরিত অভ্যাসে মঞ্চে স্বতস্ফুর্ত হয়ে উঠলেন । কিছু একটা বলবেন । দুঃখ বলা হলো না .....কারন কয়েকটি খালি বোতল .....আর প্রতিযুবকদের রোষে নেমে পালালেন। বাইরে গিয়ে সংবাদ সম্শেলন করে বল্লেন .....যারা এ রায়কে প্রহসনের রায় বলে তারা জ্ঞান পাপী।
সবাই জ্ঞান পাপী না হলে আর এখানে কাজ ফেলে চলে আসে । এরশাদ আমলে একবার জামাত কে নিয়ে জামাই আদর করেছিল আওয়ামী লীগ । জনগণ ভোলেনি। যে দলের নেত্রীর পিতার হত্যার বিচার নিয়ে রাজনৈতিক সাপলুডু খেলতে পারে । তাদের আর কতটুকু বিশ্বাস করা যায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।