আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ ও অতীতের বিক্ষোভ

দ্য ওয়ে আই ফিল ইট...

ইতিহাসের ধুসর দেয়ালের এপারে আমি স্তম্ভিত দাঁড়িয়ে আমুদরিয়ার ঢেউ ভাঙার গানে সূর্যাস্ত আর কোলাহল পৃথিবীর সকল অষ্টাদশী মহাকাশের হাতছানি মাড়িয়ে এই ধুলি-বাতাস-কুয়াশা-কোলাহলের কুহক সন্ধ্যায় মিকেল্যাঞ্জেলোর কারুকাজের মতো তুমি সুস্থির, বাঙময় আমার বুক পকেটে কিংবা চোখের নোনতা উপকূলে এখনও ধোঁয়াটে প্রত্ন-পথিক, উচ্ছ্বল শব্দ-সানাই আর লাল মলাটে জড়ানো নির্ভুল কষ্টের স্বরলিপি একদিন আকাশ আর আত্মার সমস্ত দুয়ার খুলে হারিয়েছিলাম হেমলক-শরাবের একক মরুদ্যানে তুমি হয়তো ভেসে আসো ভীষণ নিজস্ব সন্ধ্যায় দরিদ্র ধুম্র-কুয়াশা-পৌষের গোপন কষ্টে চপেটাঘাত করে আদিম অশরীরির মতো হেঁটে যাও নির্জন ভবিষ্যতে তবু তোমাকে নিমন্ত্রণ আমুদরিয়ার দক্ষিণ জানালায় প্রাচুর্য দেরাজ চষে এক ফোঁটা অবসর চুরি করে তুমি দেখে যেও সমুদ্রের লবণাক্ত বিষাদের গান কাব্যময় যুগল ইতিহাসের টুকরো আকাশ হাতে আঁধার দুঃসময়েও জেগে আছি তোমার অপেক্ষায়


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।