আমাদের কথা খুঁজে নিন

   

Standard Chartered কে কি প্রতারক বলা যায়?

অতীব জরুরী

অামি ২০০৭ সালের ২৪ নভেম্বর এ Standard Chartered ব্যাংক এ "Consumer Banking" Post এরজন্য পরীক্ষা দিয়েছিলাম। এর কয়েকদিন পরে আমার ফলাফল (প্রায়৫০০০ জন পরীক্ষার্থী ছিল) প্রকাশ হয়। আমাকে জানানো হয় যে আমি Selected হয়েছি। Medical Check Up এর জন্য ডাকা হয় সম্ভাবতঃ ২ দিন পরে। Check Up এর জন্য Dr. Wahab (Baridhara) তে পাঠানো হয়।

এরপর Joining Kids একটি list দিয়ে দেয়। আমি আনন্দে ভাসতে থাকি। উল্লেখ্য এতদিন পর্যন্ত আমি আমার মা-বাবা কে কিছুই বলেনি। কারণ আমার ফ্যামিলির সবাই অপেক্ষা করছিল কবে আমার ভাল একটা কিছু হবে তার জন্য। মনে আছে, জয়েনিং কিডস পাওয়ার পরেই আমি আমার মাকে ফোন দিয়েছিলাম আর মা সবকিছু শুনে কেদেঁ দিয়েছিল আর ভাইকে মসজিদ আর পাড়ার সকলকে মিষ্টি খাওয়াতে বলেছিল সজ্ঞে সজ্ঞেই।

আর ঢাকাতে যথারীতি আমি আমার আত্নীয়-স্বজন বন্ধুদেরকে সে রাতেই বনফুলের মিষ্টি খাইয়েছিলাম। সবাই খুব খুশি। উল্লেখ্য এই পোষ্টটা ছিল- permanent Psot. এর কয়েকদিন পর আসে ঈদুল আয্‌হা। ঈদুল আযহার দুদিন পর ছিল আমাদের বাড়ীতে একটি অনুষ্ঠান। সেই অনুষ্টানের সব আত্নীয়-স্বজন জেনে যায়যে আমি Standard Chartered এ যোগদিচ্ছি কয়েকদিনের মধ্যেই।

আমার মা-বাবার চোখে-মুখে আমি সেদিন যে খুশীর ছাপ দেখেছিলাম তা আমার জীবনের সবচেয়ে বড় একটি পাওয়া। [এখানে আমি উল্লেখ করছি- আমার পড়াশুনা নিয়ে আমার ফ্যামীলির সবাই খুব চিন্তিত ছিল। বিভিন্ন কারণে আমি আমার পড়াশুনাটা ভালভাবে করতে পারিনি। সে অনেক কথা..................... এর পরে আমি একটি পাবলিক ইউনিভার্সিটিতে অনার্স শেষ করে সময়ের খেয়া ধরতে আর একটি ইউনিভার্সিটি হতে এম.বি.এ শেষ করি। আর আমার স্কুলে যারা আমার থেকে অনেক পিছনে ছিল তারা এখন কেউ কেউ ডাক্তার ]।

যাইহোক ঈদ শেষ করে আমি তাড়াহুড়ো করে ঢাকাতে চলে আসি। আমরা যে কয়েকজন চাকুরীটার জন্য সেলক্টেড হয়েছিলাম সবাই অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কোন খবর না পেয়ে আমরা চলে যাই হেড অফিসে। (উল্লেখ্য মিঃ তানজীম নামে ঢাকা ভার্সীটির একটি পুলা যেকিনা চাকুরী করে স্ট্যান্ডার্ড চাটার্ড এর এইচ, আর, ডি তে) এই ছেলেই আমাদের recruitment এর সব বিষয়গুলো দেখাশুনা করছিল আর আমাদের গাইড করছিল। আমি উনার সাথে দেখা করি।

এটা ডিসেম্বর এর ১৭/১৮ তারিখ হবে। উনি সব দেখেশুনে এসে আমাকে বলে মিঃ ফারুক আপনি চিন্তা করবেন না। আমিই আপনাকে আজ/কালের মধ্যে ফোন দিব ইনশাল্লাহ্। আর চিন্তার কিছু নেই। (উল্লেখ্য আমরা সবাই সবার সাথে যোগাযোগ রাখছিলাম সর্বক্ষণ।

জানতে পারলাম যে দু'একজন করে ডাকছে আর বিভিন্ন শাখায় পোষ্টিং দিচ্ছে। সন্ধ্যা ৭.৩০ থেকে রাত ১০.৩০ এর মধ্যে তারা ডাকতেছিল)। আমি অপেক্ষা করতে থাকি কখন আমার ফোনটা আসে। দিন যায় সপ্তাহ শেষে মাসও যায় কোন খবর আর আসেনা। কয়েকদিন পর পর আমি অথারিটির সাথে কথা বলতে চেয়েছি কিন্তু নানা ছুতই আমাকে আর অন্যান্যদেরকে তারা এড়িয়ে যাচ্ছিল।

এরমধ্যে আমি ছোট একটি চাকুরী করতাম সেখানকার কাউকে কাউকে আমি যে স্ট্যান্ডার্ড চাটার্ড এ যোগদিচ্ছি তা জানিয়ে দিই। উল্লেখ্য আমি আরও কয়েকটি ব্যাংকে পরীক্ষা দেয়নি কারণ আমি স্ট্যান্ডার্ড চাটার্ড কে মনে করেছিলাম একটি বড় ব্রান্ড নেম হিসেবে। কিন্তু যখন ৫মাস,৬ মাস হয়ে বছর চলে গেল। আমার অব্স্থা এমন হয়েছিল যা বলার মত নয়। আমি অনেকের সাথে যোগাযোগ করে আমার present status জানার চেষ্টা করি।

এমনকি আরেফিন হুদা নামে একজন ভদ্র মহিলা ছিল Recruitment Department এর চিফ হিসেবে। আমার মা উনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল জয়েনিং হচ্ছেনা কেন? উনি উত্তর দিয়েছিলেন কোন সমস্যা নেই কয়েকদিন একটু দেরি হচ্ছে এই যা। পরে জানতে পারি উনি ব্রিটেন চলে গেছে। আজ পর্যন্ত এই প্রতারক (আমার মতে) প্রতিষ্ঠান আমাকে একটি ফোন বা চিঠি দিয়ে দুঃখও প্রকাশ করেনি(অনেক মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন করে)। আরও অনেক কথাছিল, কিন্তু এই পর্যন্ত আমি যা বললাম তাতে কি Standard Chartered কে কি- প্রতারক বলা যায়না??? বি.দ্রঃ আমার জীবনে অনেক বড় সমস্যা করেদিয়েছে এই অর্গানইজেশন।

আমি আজ একটি ব্যাংকে চাকুরী করছি। কিন্তু ভুলিনি প্রতারক Standard Chartered কে। আমি জীবনেও ভুলবোনা। আমার বাবা-মা আত্নীয় স্বজন এখনো জানতে চাই ঐটার(Standard Chartered ) কি কোন খবর হল? আমি উত্তর দিইনা কোন। ডঃ মুহম্মদ জাফর ইকবাল স্যার প্রথম আলোর(সম্ভবতঃ) একটি ভুল সংবাদ(শাহজালাল বিশ্ববিদ্যালয় নিয়ে) ছাপানো নিয়ে বলেছিল- এই পত্রিকা তিনি টয়েলেট পেপার হিসেবেও ব্যবহার করবেন না।

আমি স্যার সহ সকল বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইবো- Standard Chartered এর Logo or Sign Board দেখে যদি আমার পেটের তলদেশ ভারী ভারী মনে হয়ে, যদি প্রসাব করে দিতে ইচ্ছা করে তা হলে কি বড় অন্যায়, বড় অভদ্র মনে হবে আমাকে? বি.দ্রঃ আমি challenge নিতে পছন্দ করি। পৌছাতে চায় সফলতার শিখরে ইনশাল্লাহ। Standard Chartered যা করেছে আশা করি আর কারও সাথে করবে না। কারণ তাদের এই সামান্য বিষয়টা অনেকের জীবনের স্বাভাবিক গতি, প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস উঠে যাবে। আজ Standard Chartered অনেক বড় প্রতিষ্ঠান কিন্তু যে কাজটা (ভুল) তারা করেছে তা কি ঠিক ছিল????......?? এই প্রশ্ন সবার কাছে।

ফারুক

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.