ঈদের বাসি মুবারক :)
এমন দাক্কা খাব তা চিন্তাই করিনি । শালা Standard Chartered ব্যাংক, কাস্টমার সার্পট না যেন শুধু শুধু আমার মোবাইলের খরচ ।
আমি গাড়ির তেল নেবার জন্য একটা পাম্পে নামলাম, সাথে তেমন কোন ক্যাশ টাকা ছিল না ভরসা ছিল একমাত্র এই বদ ব্যাংকের ক্রেডিট কার্ড ।
ত তেল টেল নেবার পর যখন পাম্প আলা ক্রেডিট কার্ড সোউাপ করল দেখা গেল ক্রেডিট কার্ড থেকে এরর দিচ্ছে । বেশ কয়েক বার ট্রায় করেও লাভ হল না
আর আমিত একের পর এক কাস্টমার সাপোর্টে ফোন করেই যাচ্ছি আর আটোমেটিক ভয়েস রেস্পন্স কে ইগনর করে প্রেস করে যাচ্ছি ১, ২, ০ (মানে, বাংলা, ক্রেডিট কার্ড এবং সাহায্য কারী)
বার বার একই রেস্পন্স সবাই এখন ব্যস্ত । মেজাজ টা যে কি গরম হইচ্ছে ... একটা ডিম থাকলে বাজা বাজা হয়ে যেত ।
তারপর পাম্প আলাদের বল্লাম ক্যাশ ত সাথে নেই কাল সকালে দিয়ে যাব । ত ভাল হল যে তারা রাজি হয়েছে । ধন্যবাদ ঐ পাম্প আলাদের
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।