FROM MIRPUR DHAKA
ওরা আর কত চায় ক্ষয় -
কারেন্ট পানি গ্যাস নিল - যাক এবার রুখতে ছিনিয়ে বিজয় -
কৈ খুশির জোয়ারে ভাসবে জাতি -
আর ওখানে ওদের নাকি শোক -
ধ্বংশে যাদের বিশ্বখ্যাতি দুর্নীতিবাজ - দালাল শালা রক্তচোষা জোঁক - শোকের কালো লেপ্টে দিল রাজাকারের ছাও -
বিদায়ী বর্ষ ৩১শে'র রাত - বলো সবে ঐ ছাগুরে "পাকিস্তানে যাও" - অনেক হলো ভোগ বিলাস অনেক সর্বনাস -
নয় এটা আর তোদের বাপের - "এটা স্বাধীন দেশ" "বিজয়েরই মাস" - অধীন ছিলাম স্বাধীন হলাম তোদের অত্যাচারে -
আল বাঁদড় রাজাকার চোট্টা দালাল - ফিরে আসে বারে বারে -
ওরে নতুন ওরে তরুন আমাদেরই রক্ত -
সবাই কাস্তে কোদাল লও হাতে লও - ভায়ে ভায়ের পরাণ বাঁধা শক্ত -
যে মানে নাই বাহান্ন'তে যে মানে নাই একাত্তর'এ -
সে মানে ভাই কেমন করে - যত জঙ্গীবাদের ভক্ত কুপুত্তর'এ -
নাক গেল ভাই কান গেল আর সাথে গেল জাত -
রাজাকারের শোক পালিত বিদায়ী আট'এর রাত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।