আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমহীন রাতের কবিতা

কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস

খালি লাগা বুকের ভেতরবাড়ি হঠাৎ তোমার প্রথম প্রেমের চোখ হয়ে যায় জল গড়ায়, পাথর, নদী বাদামি পাতাদের স্রোত পার হয় পার হয় অর্থহীন একেকটা সকাল ঘুমহীন একেকটা রাতের নির্বোধ কংক্রিট সিলিং , সেখানে পর্দাভেদী আলো আর অক্ষিগোলকের অন্ধকার, ভেতরবাড়ীতে ইরেবুস, তোমার নদীতে নির্মম হেডেস সিলিং এ ছায়ারা স্ম্বতির এবং স্বেচ্ছাবিস্মৃতির সমস্ত বস্তুর, চরাচর পাখি নদী নক্ষত্র ভোর দিন দুপর দিগভেদী হাইওয়ে তাতে একেলা দোয়েল তার একেলা ছায়া । সিলিং এ ফাঁসের মন্ত্রণা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।