না ঘুমিয়ে থাকা মানুষের তালিকায় যারা নাম লিখিছেন তাদেরই একজন পল কেরন। পৃথিবীতে বেশ অনেকজনই অনিদ্রা রোগের জন্য আলোচনার পাত্র হয়েছেন। তাই বলে সারা জীবন ধরেই ঘুম না আসা মানুষগুলো রয়েছেন আগ্রহের একেবারে কেন্দ্রবিন্দুতে। অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ইতিহাসের পাতায় নাম লিখে গেছেন পল কেরন নামে এক হাঙ্গেরিয়ান সৈনিক। যিনি সম্পূর্ণ না ঘুমিয়েই বেঁচে ছিলেন অনেক বছর।
প্রথম বিশ্বযুদ্ধের সময় দুর্ঘটনাবশত তার মাথায় গুলি লেগেছিল। এতে মস্তিষ্কের ফ্রন্টাল লোবে আঘাত পান তিনি। এ কারণেই তিনি হয়ে ওঠেন ঘুমহীন মানব। একদিন দু'দিন নয়, বহু বছর না ঘুমিয়েই বেঁচেছিলেন তিনি। পল কেরন এক সময় সুস্থ হয়ে উঠলেও পরবর্তী সময়ে তিনি আর কখনোই ঘুমাতে পারেননি, কখনো না।
তিনি না ঘুমিয়ে শুধু এক বছর না রীতিমতো দীর্ঘ ৪০ বছর সুস্থ দেহেই বেঁচেছিলেন! তিনি ঘুমানোর বদলে শুধু শুয়ে চোখ বন্ধ করে রেস্ট নিতেন। সেডাটিভ, ড্রাগ কোনো কিছুই তাকে ঘুম পাড়াতে পারত না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।