বঞ্চনার শক্ত হাত আজন্ম বেধে রেখে আমাকে করেছে দুঃখী । । আমার নিজের লেখা একটি কবিতা. কেমন হয়েছে জানিনা। ।
এর দায়িত্ব আপনাদের
বন্ধ চোখে আছো তুমি
এখানে সেখানে তোমারি অনুভুতি,
ছিলে তুমি নয়ন জুড়ে
কোথায় গেলে হারিয়ে
আমাকে একা করে নিশ্চুপ নগরে।
।
এখনও চিলেকোঠায় বসে থাকি
তোমারি পথ চাহিয়া
আসবে তুমি ঐ শিমুল গাছের পথটি ধরিয়া,
চোখটি বন্ধ করলে দেখি তোমাকে
চোখ খুললেই আছো যেন হৃদয়ে। ।
জানি একদিন আসবে তুমি
বাঁকা পথের হাতটি ধরিয়া
খুজে পাব তোমার
অনেকদিন না ধরা তোমার হাতখানা। ।
তোমাকে আসতেই হবে ফিরে
হয়তোবা আসবে চোখের পলকে
ঘুমহীন রাতে, স্বপ্নময় চোখে.........। ।
বন্ধ চোখে আছো তুমি
এখানে সেখানে তোমারি অনুভুতি,
ছিলে তুমি নয়ন জুড়ে
কোথায় গেলে হারিয়ে
আমাকে একা করে নিশ্চুপ নগরে। ।
এখনও চিলেকোঠায় বসে থাকি
তোমারি পথ চাহিয়া
আসবে তুমি ঐ শিমুল গাছের পথটি ধরিয়া,
চোখটি বন্ধ করলে দেখি তোমাকে
চোখ খুললেই আছো যেন হৃদয়ে।
।
জানি একদিন আসবে তুমি
বাঁকা পথের হাতটি ধরিয়া
খুজে পাব তোমার
অনেকদিন না ধরা তোমার হাতখানা। ।
তোমাকে আসতেই হবে ফিরে
হয়তোবা আসবে চোখের পলকে
ঘুমহীন রাতে, স্বপ্নময় চোখে.........। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।