আমাদের কথা খুঁজে নিন

   

::..স্বপ্নের অপমৃত্যু..::

ভালো লাগে লিখতে তাই লিখি..............

শুভ্র মেঘের চাদরের নিচে জনশূন্য আমার পৃথিবী ভালোলাগা আর সৌন্দয্যের মিশ্রনে অসাধারন রূপের অধিকারি প্রকৃতি তবু নিঃশ্ব- শূন্য আমার আবেগকে নারা দিতে পারে না কোন অনুভূতি ব্যার্থ প্রচেষ্টা চলে ছোট্ট প্রজাপতির ঘুরে ঘুরে নেচে নেচে অপরূপ ডানা মেলে সে মন ভুলাবে আমার খুব পাথর হৃদয়ের আমি কাঁদি দু-চোখ ভরে খুশি করতে পারিনা ঐ অবুঝ প্রাণীটিকে কি করে পারবো বলো আমার দৃষ্টিতে সবই আজ আধার কালো নিটল ঐ নদীর জলে আমি দেখি বিবর্ণ সময়কে মুক্ত এই মিষ্টি বাতাসে অনুভূব করি বিশাল শূন্যতাকে ফুলের সৌরভের মাঝেও কেন বিষাক্ত আমার আকাশ? ঝলমলে রোদেলা দিনটিতেও কেন চারিদিকে ঘন আধার? দৃষ্টির সব ধুসর থেকে ধুসরতর হতে হতে হারিয়ে যায় পুরনো স্বপ্নের অপমৃত্যুগুলো এভাবেই আমায় কাঁদায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.