আমাদের কথা খুঁজে নিন

   

এ থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড পলিটিকাল ভার্জিন..........



আমি নির্বাচনে দাড়িয়েছি.... কাল রাতে আমি যখন শেষ বারের মত জনসংযোগে নামি আমার মনে হচ্ছিল আমি বিরাট বড় নেতা হয়ে গেছি। বিভিন্ন জায়গায় জনসংযোগ করে বেড়াচ্ছি। সবাই আমাকে নেতা হিসাবে বহুত খাতির মোহাব্বত করছে। আমি যে জায়গায় যাই সবাই ফুলের মালা দিয়ে আমাকে বরন করে নিচ্ছে। ফুলের মালার ভারে আমি ঠিক মত হাটতেও পারছি না। আমি খুবই পুলকিত বোধ করছি। আমার জনপ্রিয়তা দেখে খুশিতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মত স্বাক্ষরতা জ্ঞান সম্পন্য স্বশিক্ষায় শিক্ষিত থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড পলিটিকাল ভার্জিনের এত টাকা ব্যায় তাহলে জলে যায়নি .. .. .. .. এইবার সংসদে যাওয়া কে ঠেকায় । বেরসিক ঘুম এমন সময় ভেঙ্গে গেল । দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি আর আমার লুঙ্গিটা ফুলের মালার মত করে আমার গলায় পেচিয়ে আছে .. .. ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।