অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত!
গতকাল ২৬/১২/২০০৮ তারিখে চেয়ারম্যান মাও সেতুঙ এর ১১৫ তম জন্মদিবস পালিত হল টিএস সি তে(সোপার্জিত স্বাধীনতা চত্বরে)
আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সামাজ্র্যবাদীদের কোন অ্যাড ছিল না যা অন্য অনুষ্ঠানে দেখা যায়।
গণ মানুষের টাকা দিয়ে অনুষ্ঠান হয় গণমানুষের জন্য।
আয়োজনে ছিল গণমুক্তির গানের দল। এছাড়া অন্যান্য সংগঠন ও সাধারণ মানুষ ত ছিলই।
এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ফয়েজ আহমেদ।
এছাড়া রনো, ঝুনো ভাই ও বক্তৃতা দেন।
তরুনদের মধ্যে আশীষ কোড়ায়া এবং চট্টগ্রামশাখার রেড বেরিকেডসংগঠনের পক্ষে সহমত প্রকাশ করা হয়।
সাংস্কতিক পর্যায়ে সহমত প্রকাশ করে অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
যেমন - সৃজন, স্বরকল্পন, গণমুক্তির গানের দল এবং আরো অনেকে।
এছাড়া একক পরিবেশনা ও ছিল।
শেষে সবার কথার একটি দিকই নিদের্শিত হয় মার্কস-লেনিন সর্বোপরি এর উচ্চতম পথ যে মাওবাদ তা যদি আতস্থ না করা যায় তবে কখনও মানব মুক্তি ঘটবে না।
অতএব শাসক গোষ্ঠীর শোষণ করার যে হাতিয়ার সেই সাজানো গনতন্ত প্রত্যাখ্যান করতে হবে।
ভোটের মাধ্যমে নয়, বিপ্লবের মাধ্যমেই এসব অত্যাচারী শাসকগোষ্ঠীকে জবাব দিতে হবে।
সব কৃষক-মজুরকে নিয়ে সেই পথেই আমাদের এগিয়ে যেতে হবে।
অতএব আওয়াজ তুলো -----
ভোটের বাক্সে লাথি মারো
গণযুদ্ধে যাপিয়ে পরো।
- দুনিয়ার মজদুর এক হও!
[ উল্লেখ্য জানা গেছে এ অনুষ্ঠানের জন্য পোষ্টার মারার পর টি.এস.সির প্রায় সব পোস্টার ছিড়ে উ গ্র- ধর্মান্ধ এবং সামাজ্র্যবাদের পা চাটা দালাল হিজবুত তাহারীয়াতাদের পোস্টার লাগিয়ে দেয়। গণমানুষের উপর সামাজ্র্যবাদীর এদেশীয় দালালরা যে কি পরিমাণ আগ্রাসণ করে এটা তার একটা ছোট নমুনা। ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।