আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু বেশী শত্রুরা, ফেসবুক থেকে এদের বর্জন করুন

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

ফেসবুকে আমার বন্ধু তালিকায় অনেক ব্লগারই আছেন। এর মধ্যে স্বাধীনতাবিরোধী বলে চিহ্নিত ছাগুও ছিলো কয়েকজন। আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে আমি খুব একটা বাছাবাছি করি না। একসেপ্ট দিই। বন্ধুপ্রতীম ও শুভানুধ্যায়ী ব্লগার ফকির ইলিয়াস এনিয়ে খুব মনখারাপ করা একটা নোট লিখেছিলেন।

কেনো আমি এদের মতো চিহ্নিত নব্য রাজাকারদের সঙ্গে বন্ধুত্ব করছি। হেসে উড়িয়ে দিয়েছিলাম। ভুলটা টের পাচ্ছি গত কয়দিনে। যুদ্ধাপরাধীদের বিচার চাই নামের পোস্টটিতে একটি ছবি ছিলো। সেইসঙ্গে নির্বাচনে যুদ্ধাপরাধীদের প্রত্যাখ্যান করুন নামের সিরিজটা ফেসবুকে লিংক দিচ্ছিলাম।

অমনি আমার বন্ধু বেশী রাজাকাররা সক্রিয় হয়ে উঠলো। তাদের মন্তব্যের নমুনা দেখুন: ছবিটা নিয়ে জনৈক সাইফ আবদুল্লাহর মন্তব্য: Saif Abdullah at 10:57am December 25 From where u have collected this pics?…have any real documents..????????????????? Try to do true(fake) something …and try to understand what was happened. আলী আহসান মুজাহিদকে নিয়ে লেখা পোস্টে একই লোক লিখেছে: Saif Abdullah at 10:51am December 25 Who is war criminal… have u any knowledge about 1971 war….so without knowing anything …don’t comment like a stupid মতি্উর রহমান নিজামির পোস্টে বিনিদ্র রজনী নামে একটা লিখছে: Binidro Rojoni at 3:30pm December 26 5 bochhor montritto korlo! ekhono chena hoyni apnader!!!! R kobe chinben? ja hok omi rahman pial (arekjon nongra prani)-k chinen to??? notun kore chinun, ei link-e. ekhne pranita 'oropi' namey porichito. ami bujhi na eishob toileter keet onner criticise kore kivabe!!! স্যরি ফকির ইলিয়াস ভাই। আপনার কথা শুনা উচিত ছিলো। লাথি মাইরা খেদাইলাম সব কয়টারে। পুনশ্চ: বিনিদ্র রজনী আবার ফ্রেন্ড হওয়ার জন্য ইনভাইটেশন পাঠাইছে।

কি কমু এইডিরে। আহাম্মক নাকি বেলাজ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.