ঈদের বাসি মুবারক :)
এর আগে লিখছালাম চা নিয়ে, যেখানে কইছিলাম আমার বোনের বানানো চা হইল সবচে স্রষ্টো এবার বলছি আমার বোনের ভাপা পিঠা নিয়ে ।
সারা বিকাল আর সন্ধা ঘুড়াঘুরি করার পর যখন বাসায় আসলাম আমার বোন কয়, ভাপা পিঠা নাকি বানায়ছে, ত খাইয়া দেখি ওয়াও (WoW) হইছে, গুরের আর চালের গুরার মিক্সার টা ঠিক মত হইছে ঠিক যেন পাক্কা রাস্তার ভাপা পিঠা বানানী ।
ত আমার বোনটারে সরাসরি প্রশংসা না কইরা বরং এই ব্লগ দিয়াই একটা সারপেরাইজ দিলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।