আমাদের কথা খুঁজে নিন

   

আমার রান্না-বান্না আকাম ** ভাপা ইলিশ পাতুড়ি **

চোখ কেড়েছে চোখ ,উড়িয়ে দিলাম ঝরা পাতার শোক...। কোন কথা নাই,সোজা রেসিপি দিলাম। উপকরণ : ইলিশ মাছ = বড় করে কাটা ১০ টুকরা, পেঁয়াজ কুচি = ১ কাপ, কাঁচা মরিচ =১০-১২ টি, জিরা বাটা = ১ টেবিল চামচ, লেবুর রস = ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া = ১ চা চামচ, মরিচ গুঁড়া = স্বাদ মত, লাউপাতা = ১০টি, সরিষার তেল = ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো প্রণালি : মাছ আর লাউপাতা ভাল করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। পেঁয়াজ হাত দিয়ে ভালো করে চটকিয়ে লেবুর রস,মরিচ গুঁড়া,হলুদ গুঁড়া,জিরা বাটা ও লবণ সহ পেস্ট করে রাখতে হবে। অর্ধেক মশলা নিয়ে মাছের গায়ে ভালো করে লাগাতে হবে।

একটি লাউপাতায় একটি করে মসলা মাখানো মাছ নিয়ে তাতে এক চা চামচ করে তেল ও একটি করে মরিচ দিয়ে ভালোভাবে মুড়িয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে। একটি স্টিলের মুখ বন্ধ পাত্রে মাছগুলো রেখে গরম পানির ভাপে এক ঘণ্টা রাখতে হবে। রাইস কুকারে স্টিমার থাকলে তাতেও এটা করা যায়। এবার কড়াইতে তেল দিয়ে পেস্ট করে রাখা বাকি অর্ধেক মশলা কষিয়ে অল্প জল দিয়ে গ্রেভি করে নিতে হবে । মাছ ভাপা হয়ে গেলে সুতা আর লাউপাতা খুলে একটি পাত্রে সাজিয়ে ওপরে গ্রেভি ছড়িয়ে গরম গরম পরিবেশন ।

চাইলে লাউপাতা সহই খাওয়া যায় । কাল বাড়ি চলে যাচ্ছি,সবাইকে অগ্রিম পূজা মুবারক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.