আমাদের কথা খুঁজে নিন

   

পথের ভাপা

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

দেখতে কি পাও এই শহরে খেজুর রসের হাড়ি? কিংবা দেখো চালের আটা তোমার-আমার বাড়ি? শহর জীবন দূর করেছে সাম্য-প্রীতি-মায়া, তাইতো চোখে পড়ে না গো দাদুবাড়ির ছায়া। দেখতে কি পাও ছোট্টবেলার পিঠা পুলির মেলা? নানুর বাড়ি পিঠার মজায় হারিয়ে যেতো বেলা। হারিয়ে গেছে দাদুর বাড়ি নানুর বাড়িও নাই, তাইতো আমি ভাপা খেতে পথের ধারেই যাই। যদিও জানি পথের ভাপা ধুলোবালি মেশা, তবুও তা যে দেয় মিটিয়ে পিঠা খাবার নেশা। ফিরিয়ে আনো সাম্য-প্রীতি আত্মীয়তার মায়া, তখন চোখে পড়বে না আর পথের ভাপার ছায়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।