বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি। দেশের স্বার্থে ব্যাক্তি স্বার্থে বলি দিই।
বিশ্ব বেহায়া খ্যাত এরশাদ তার দলের নির্বাচনী ইশতেহারে " প্রতিশ্রুতি বাস্তয়নই আমাদের অঙ্গীকার"। কিন্তু এই জাতি এই বিশ্ব বেহায়া, মেয়ে খাদক, স্বৈরাচারকে চিনে।
তার কথা যে একটি ভন্ডামী এতেও কোন সন্দেহ নেই। যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না তার কথাকে কিভাবে জনগণ বিশ্বাস করবে? তিনি সকালে বলেন আমি মহা জোটের সাথে নেই আবার বিকালে বলেন মহাজোটের সাথেই নির্বাচন করবে। যিনি জোট করার শর্ত হিসেবে যিনি প্রেসিডেন্ট করার শর্ত জড়িয়ে দেন তিনি কিভাবে দেশের সেবা করবেন প্রশ্ন থেকে যায়। আর এরকম প্রতারকের সাথে যারা বা যেসকল দল জোট করে তাদের উন্নয়নের গলাভরা উচ্চবাক্য আদৌ বাস্তবায়ন হবে কিনা কে জানে? তাই সকলের প্রতি অনুরোধ আপনারা দেখে শুনে ভোট দিন। দেশের মঙ্গলে যারা কাজ করবে, যারা দেশের মর্যাদা বিশ্বের বুকে তুলে ধরবে তাদেরকে নির্বাচিত করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।