দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে
আজ ১৬ ডিসেম্বর। চূড়ান্তভাবে স্বাধীন হওয়ার দিন। এক ঐতিহাসিক রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তির জন্য সকল দেশপ্রেমিক জনতা যারা অবদান রেখেছেন তাদের অবদানের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একটি দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতা রক্ষা করা দেশের প্রতিটা নাগরিকের জন্য তা এক পবিত্র আমানত।
যদি সেটা না করা হয় তবে তা সেই সব বীর শহীদদের প্রচেষ্টার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। যেকোন দেশপ্রেমিক নাগরিক স্বাধীনতাকে অর্থবহ করার জন্য সংগ্রাম করবেন, এমনটিই হওয়া কাম্য।
আমরা বলতে চাই, আমরা স্বাধীন। দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান স্বাধীন। আমাদের দেশের ভাল মন্দের ব্যাপারে আমরাই সিদ্ধান্ত নিয়ে থাকি।
আমাদের সমস্যা সমাধানে আমরাই যথেষ্ট পারঙ্গম। আমরা কোন ব্যাপারেই আধিপত্যবাদীদের অন্যায় হস্তক্ষেপ সহ্য করি না। আমরা ব্যর্থ নই, সকল প্রচেষ্টাই আমরাই দৃঢ়তা দেখিয়ে অপরিসীম স্রষ্টার কৃপায় তা ভন্ডুল করে দিয়েছি। আমরা ব্যর্থ করেছি এক দলীয় শাসনের রাস্তা, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমরা ধর্মীয় এবং কম্যুনিস্ট জঙ্গীবাদকে শান্তিতে থাকতে দেইনি, স্বৈরতন্ত্রকে উৎখাত করেছি, দেশের আপামর জনসাধারণকে বিভক্তিকরনের চক্রান্তে আমরা সাড়া দেইনি।
আল্লাহর অশেষ মেহেরবাণীতে এবং দেশের জনগণের দৃঢ়তায় আমাদের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে সক্ষম হলেও আমরা এখনো পারিনি বেশ কিছু ব্যাপারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে।
আমরা সংসদকে কার্যকর করতে পারিনি, দারিদ্র্য বিমোচনে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, দেশের সকল মানুষকে শিক্ষিত করতে পারিনি, সবার হাতে কাজ তুলে দিতে পারিনি, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারিনি, দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধকে সম্মানিত স্থানে অধিষ্টিত করতে পারিনি, দেশের জন্য এমন নেতৃত্ব দিতে পারিনি যেখানে মানুষ স্বপ্ন দেখতে পারে।
দারিদ্র্য এবং অশিক্ষার সুযোগে তথাকথিত এলিট যাঁরা দেশের স্বার্থের চেয়ে যাদের টাকায় লালিত পালিত তাদের স্বার্থে দেশের মানুষকে বরাবরই এক্সপ্লয়েট করার চেষ্টা করে গেছেন। সকলকে জ্ঞান দেয়ার প্রবণতাসম্পন্ন এসব মানুষকে দেখিনি দারিদ্র্য দুরীকরণে নিরব বিপ্লব ঘটাতে, দেখিনি সকল মানুষের দোরগোড়ায় শিক্ষাকে পৌঁছে দেয়ার প্রানান্ত চেষ্টা করতে।
বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে আজ দেশপ্রেমিক তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থকে, দেশের মানুষের স্বার্থকে ভালোবাসতে হবে সর্বাগ্রে।
যে আদর্শ উন্নয়নের রুপকার হবে এমন আদর্শে উজ্জীবিত হয়ে গড়ে তুলতে হবে সোনার বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।