আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্ট নিরাপত্তায় জাইকার ১০০ কোটি টাকা ঋণ

বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী জানান, জাপানের রাষ্ট্রায়ত্ত সংস্থা জাইকা বাংলাদেশ ব্যাংককে এই তহবিল দেবে। দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক এই তহবিল থেকে ঋণ বিতরণের ব্যবস্থা নেবে।
“দেশের রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্ট শিল্পের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করতে জুরুরি ভিত্তিতে এই ঋণ সুবিধা দিচ্ছে জাইকা। ”
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী একজন উদ্যোক্তা এই তহবিল থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। সর্বোচ্চ ২৫০ জন গার্মেন্ট মালিক এ ঋণ পাবেন।


২ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ১০ বছরে পরিশোধের সময় পাবেন তারা।
সাভারে ভবন ধসে সহস্রাধিক মানুষের প্রাণহানির পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে বিরূপ আলোচনার মধ্যেই  এগিয়ে এলো জাইকা।  
সুকোমল সিংহ বলেন, “আর্ন্তজাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গার্মেন্ট পণ্যের প্রতি বেদেশি ক্রেতাদের আস্থা বাড়তেই এ উদ্যোগ নিয়েছে জাইকা। কেবল গার্মেন্ট খাতের উদ্যোক্তারাই ভবনের নিরাপত্তা জোরদার করতে এ ঋণ সুবিধা পাবেন। ”
এ বিষয়ে মঙ্গলবার জাইকা ও বাংলাদেশে ব্যাংকের মধ্যে একটি বৈঠকও হয়।


বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, নমনীয় সুদে গার্মেন্ট শিল্পের উদ্যোগতারা জাইকার এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন। জাইকার ক্ষুদ্র ও মাঝারি ঋণ কার্যক্রমের আওতায় এ ঋণ দেয়া হবে।
ঋণ বিতরণের আগে জাইকার পক্ষ থেকে জাপানি বিশেষজ্ঞরা এসে কারখানা ভবনের অবস্থা পর্যবেক্ষণ করবেন। তাদের সুপারিশের ভিত্তিতেই ঋণ দেয়া হবে।
শুরুতে ১০০ কোটি টাকা দিয়ে এ কার্যক্রম শুরু হলেও পরে প্রয়োজনে জাইকা সহায়তার পরিমাণ বাড়তে পারে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান।

  
গত ২৪ এপ্রিল সভারের রানা প্লাজা ধসে ১১২৭ জনের মৃত্যু হয়। আহত হন দেড় হাজারের বেশি মানুষ। হতাহতদের অধিকাংশই ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার কর্মী।
রানা প্লাজা ধসের পর দেশের সব পোশাক কারখানার কর্মপরিবেশ খতিয়ে দেখতে একটি কমিটি করেছে সরকার। ইতোমধ্যে  কয়েকশ গার্মেন্ট কারখানাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসাবে চিহ্নিতও করা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.