আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি যুদ্ধের সপক্ষের শক্তি কে কোথায় আছো?জামাতকে বুট দিতে প্রস্তুত হও..

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

জামাতের নির্বাচনি ইশ্তেহার প্রকাশ করেছে!!!আর তাতে ভারতে যারা রঙ মাস্তি করতে গেছিল,সেই বিচ্ছিন্নতা বাদী দের (গেল কয়েক মাস তাহারা আমাদের তো তাই বলেছিল) মানে আমরা যাদের মুক্তি যুদ্ধা বলি তাদের জন্য সকল প্রকার আশ্বাস ও প্রতিশ্রুতি দেয়া হয়েছে!!!! ***ক্ষমতায় গেলে 'সরকারি হজ ডেলিগেশনে' মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী *****ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে আরো শক্তিশালী করা হবে এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে আরো কর্যকর করা হবে *****চলতি মাসকে বিজয়ের মাস ও মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে মতিউর রহমান নিজামী (বিভিন্ন তালিকায় যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত) বলেন, "মুক্তিযোদ্ধা ও জনগণের সীমাহীন ত্যাগ, অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অস্তিত্ব লাভ করে।" ভাই এখন হাসবেন না কাদবেন আপনাদের ব্যাপার!!!কিন্তু যে দলের মুক্তি যুদ্ধাদের জন্য এত মমতা,বালুভাসা তাদের কে কেমতে বুট না দিয়া পারবেন? [url=http://xs.to][img]http://xs134.xs.to/xs134/08513/razakar_juta865.gif[/img][/url]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.