আমাদের কথা খুঁজে নিন

   

ডিপজলের মিডিয়া কাভারেজ

korchagin_pavel@yahoo.com

আজ দেখলাম ডিপজল নামের এক তৃতীয় সারির রাজনীতির লোক মিডিয়াতে খুব কাভারেজ পাচ্ছে। গতকাল সে গ্রেফতার হয়েছে, আজ জেল হাজতে চালান করা হয়েছে। বিএনপির গাবতলি এলাকার নেতা তাও আবার কমিশনার পর্যায়ের। সন্ত্রাসি হিসাবে টপ রেটিংএর কেউ না সে। সিনেমাতে মুটামুটি জনপ্রিয়।

লেখাপড়ায় প্রায় বকলম বলা যায়। কোন বিচারেই এত ব্যাপক কাভারেজ পাওয়ার মতন না এই ডিপজল। যদিও তার ৪১ বছরের সাজার রায় হয়েছে তবুও ধারণা করা যায় কিছুদিনের মধ্যেই সে জেল থেকে ছাড়া পাবে। এই কাভারেজের পর জেল থেকে বেড়িয়েই তো বড় নেতা বনে যাবে সে। মিডিয়াগুলো বিদেশী রাষ্ট্রদূত থেকে শুরু করে এই ডিপজল মার্কা ছিচকেদের পর্যন্ত যে মাত্রায় কাভারেজ দেয়, লজ্জায় পড়তে হয়।

আমাদের লাগামহীন মিডিয়া গুলোর লাগাম কিভাবে টেনে রাখা যায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.