আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালীরা পেরেছে - বালোচরা কি পারবে পাকিস্তানের ঔপোনিবাশিক শাসন থেকে মুক্তি পেতে?

আমি প্রকৌশলী। তবে কৌশল করে কিছু করতে চাই না। আমার নীতি হল স্পষ্ট কথায় কষ্ট নেই। আর বেশী কিছু বলার নেই। কারন, আমি কথা কম বলতে ভালবাসি।

লড়াইটা শুরু হয়েছিল ১৯৪৭ সাল থেকেই ৷ বালোচিস্তানের স্থানীয় শাসক বা জনগণ কেঊই বালোচিস্তানের পাকিস্তানভুক্তি মেনে নিতে পারেননি ৷ বিদ্রোহের আগুন জ্বলে ঊঠেছে বার বার ৷ পাকিস্তানের সেনা নিষ্ঠুর ভাবে বালোচদের স্বায়ত্বশাসনের দাবী দমন করেছেন ৷ পাকিস্তানের পশ্চিম সীমান্তে অবস্থিত বালোচিস্তান প্রদেশ নানা প্রাকৃতিক সম্পদে সম্বৃদ্ধ ৷ প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে নানা খনিজ পদার্থ এখানে মেলে ৷ সেই লোভ পাকিস্তানের শাসককুল আর সামলাতে পারেননি ৷ আজ বালোচিস্তানের প্রাকৃতিক সম্পদ ব্যাবহার করেন পাকিস্তানের মূল ভূখন্ডের মানুষ ৷ আর বালোচরা এখনো অভুক্ত, ঊন্নয়নের অভাবে জীর্ন ৷ ১৯৭১সালে বাঙলার বীর সন্তানরা পাকিদের যা শিক্ষা দিতে পেরেছে তা কি বালোচরা পারবে? পাকিস্তানের কালো ঔপোনিবেশিক হাতের থেকে ছিনিয়ে নিতে পারবে নিজেদের স্বাধীনতা? বালোচদের ওপর পাকিস্তানের শয়তানীর নিদর্শন পাবেন এই ওয়েব সাইটে http://balochvoice.com/ আর বালোচদের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের একটা ঝলক পাবেন এখানে Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.