আমাদের কথা খুঁজে নিন

   

অভ্র কিবোর্ড: শেকল ভাঙ্গার গান

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।
গতকাল রাতে অভ্র কিবোর্ড ডাউনলোড করলাম। সেই সাথে কিছু অভ্র সমর্থিত বর্ণাধার (ফন্ট)। বিজয় ইউনিকোড ভিত্তিক না হওয়ায় অনলাইনে লেখালেখি সহজসাধ্য ছিল না। ব্লগে লেখা গেলেও যে অন্যান্য ওয়েবসাইট যেমন- ফ্লিকার, ব্লগার, উইকিপিডিয়া ইত্যাদী এসবে অসম্ববপ্রায়।

এর আগেই ডাউনলোড করেছি icomplex. লেনিন ভাই আমাকে এদুটো ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। XPতে বাংলা ইন্সটল করতে icomplex ব্যবহার করা হয়। ইন্স্টল করার ফলে আগেই কম্পিউটার বাংলা উপযোগী হয়েছে। এটি ইন্সটল করতে XP'র সিডি দরকার হয় না।

অগে বাংলায় লেখা ওয়েবসাইটগুলোর নামের যায়গায় দেখতাম National Geography’র লোগের মত একগাদা আয়াতকার ক্ষেত্র। সেসব যায়গায় এখন বাংলা দেখা যাচ্ছে। আর ফাইল ফোল্ডারের নাম ও ওয়েব পেজে বাংলা লেখার সুযোগ করে দিয়েছে অভ্র। এতদিন মনে হত ফুটবল মাঠের হাত পা বাধা খেলোয়ার। শুধু মাইক্রোসফ্ট অফিসের মত লেখার কাগজগুলোতে বাংলা লিখতে পারতাম।

কিন্তু আজ মনে হচ্ছে আমি মুক্ত। এখন যে কোথাও বাংলায় লিখতে পারি। বাংলা লেখায় আর কোন বাধা নেই। অভ্র একটি সম্পূর্ণ ফৃ সফটওয়ার। icomplexও ফৃ।

অভ্র কিবোর্ডে দিয়ে ওয়ার্ডে লেখা পোস্টগুলো আপনারা খুব সহজেই বাংলা ব্লগগুলোতে কপি-পেস্ট করতে পারেন। কোন রুপ কনভার্ট করার দরকার নেই। অভ্র কিবোর্ডে যেসব কিবোর্ড আছে তা হল- অভ্র ফোনেটিক, অভ্র ইজি, জাতীয়, ও ইউনিবিজয়। এর মধ্যে যে কোনটি পছন্দ করে নিতে পারেন। আমি ব্যবহার করছি ইউনিবিজয়।

কারন ইউনিবিজয়ের লে আউট বিজয়ের মত, যার ফলে নতুন কোন লেআউট শেখার ঝামেলায় যেতে হয় না। বিজয় ও ইউনিবিজয়ে আকার-হ্রস্বইকার ব্যবহারে পাচটি পার্থক্য আছে। এই পার্থক্যগুলোও দুর করা যায়। ইন্সটল করার সময় পুরোনো বিজয় পদ্ধতি বেছে নেয়ার সুযোগ আছে। তবে আমি পার্থক্য পাচ্ছি অন্য যায়গায়।

ও লিখতে G চেপে রাখতে হয়, ঁ চন্দ্রবিন্দু লিখতে হয় Shift+2 চেপে। এধরনের ছোট খাট কিছু পার্থক্য আছে। তবে তার জন্য বড় ধরনের কোন সমস্যায় পড়তে হয় না। এতে অভ্যস্ত হতে একদিনের বেশি সময় লাগার কথা না। আরও একটি চমৎকার বিষয় হল অভ্রের রয়েছে বহনযোগ্য (Portable) ভার্শন।

যা ইন্সটল না করেই যে কোন কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। বর্ণাধার ইন্সটল করার দরকার নেই। এটি আপনার পেন ড্রাইভে বহন করে সহজেই ব্যবহার করতে পারবেন। অভ্র ডাউনলোড করতে Click This Link পোর্টেবল অভ্র ডাউনলোড করতে Click This Link icomplex ডাউনলোড করতে Click This Link বাংলায় লেখার সব সীমাব্ধতাকে বিদায় করে অভ্র গাইছে শিকল ভাঙ্গার গান। আপনারাও এই গানে সুর মেলান।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.